img

বলিউড অভিনেত্রী সারা আলি খান ও সেলিব্রেটি ওরির বিরোধ এখন চর্চায়। সম্প্রতি সারার ক্যারিয়ার সম্পর্কে ওরির মন্তব্য দুজনের মধ্যে একটা বড় বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি মুখ খুলেছেন ওরি। সারার মা অমৃতা সিংকেও ছেড়ে কথা বলেননি। এবার ভাই ইব্রাহিম আলি খানের বিরুদ্ধে তোপ দাগলেন নেটপ্রভাবী। ‘নির্লজ্জ’ বলে আক্রমণ করলেন সাইফ আলি খানের ছেলেকে।

এল্বিশ যাদবের পডকাস্টে উপস্থিত ছিলেন নেটপ্রভাবী ওরি। সেখানে ইব্রাহিমকে নিয়ে তির্যক মন্তব্য করেন তিনি। সেখানে সারা আলি খানকে নিয়েও নানা কথা বলেন ওরি। সেই পডকাস্টের ঝলক সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। 

এর মাঝেই ওরিকে এল্বিশ প্রশ্ন করেন, বিনোদন জগতে সবচেয়ে নির্লজ্জ কে? দুবার না ভেবে ওরি বলেন, 'ইব্রাহিম আলি খান সবচেয়ে নির্লজ্জ। ওকেও পডকাস্টে ডাকতে পারেন।' সারার সঙ্গে বন্ধুত্ব নিয়েও কথা বলেন ওরি। এ নেটপ্রভাবী বলেন, এমন নয় যে বলিউডের তারকারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন। আমাকে পরে সেখানে যোগ করা হয়েছে।

সারা ও ওরি পরস্পরকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ও করে দিয়েছেন। কিছু দিন আগে ওরি তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সবচেয়ে খারাপ কিছু নামের উদাহরণ দিয়েছেন ওরি। সেই তালিকায় তিনটি তাৎপর্যপূর্ণ নাম ছিল— অমৃতা সিং, সারা ও পলক। 

সেখান থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। সারার মা অমৃতা সিং, ভাই ইব্রাহিম আলি খান এবং আলোচিত প্রেমিকার নাম পলক তিওয়ারি। এমনকি সারার কর্মজীবন নিয়েও ব্যঙ্গ করেন ওরি। সারার মা অমৃতা সিংহের সঙ্গে তার কোনো সমস্যা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে ফোনে প্রথমে যোগাযোগ হয়েছিল নেটপ্রভাবী ওরির। পরে নিউইয়র্কে গিয়ে সামনাসামনি সাক্ষাৎ হয় তাদের। এক বন্ধু মারফত তাদের প্রথম সাক্ষাৎ হয়। সেখান থেকেই ভালো বন্ধুত্ব হয়ে যায়। প্রায়ই তারা নিউইয়র্ক শহরে দেখা করতেন। কিন্তু সম্প্রতি সেই বন্ধুত্ব ভেঙে গেছে।

এই বিভাগের আরও খবর