img

বলিউড অভিনেতা অক্ষয় খান্না ১৯৯৯ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'তাল' সিনেমা। যে সিনেমায় অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু ঠিক তার আগের বছর ১৯৯৮ সালে অন্য একটি সিনেমার জন্য একসঙ্গে হয়েছিলেন এ তারকা জুটি। 

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় খান্না ও দক্ষিণী অভিনেত্রী জ্যোতিকা অভিনীত সিনেমা ‘ডোলি সাজা কে রাখ না’। এ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করেছিলেন অমরেশ পুরি, অরুনা ইরানি, অনুপম খের, পরেশ রাওয়াল, মৌসুমি চট্টোপাধ্যায়সহ আরও অনেকেই।

এ সিনেমার প্রিমিয়ারের দিন একসঙ্গে মুখোমুখি হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অক্ষয় খান্না। প্রিয়দর্শন পরিচালিত এ সিনেমার প্রিমিয়ারের সেই ছোট্ট ভিডিও এ মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। লেহরেন ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সিনেমার কাস্ট এবং অন্য সেলিব্রেটিরা উপস্থিত হয়েছেন সিনেমার প্রিমিয়ারের জন্য।

সেই সময় তারকারা সরাসরি সিনেমা হলে এসে টিকিট কেটে ভেন্যুতে প্রবেশ করতেন। ভিডিওতে আরও দেখা যায়, জ্যোতিকাকে অব্যর্থনা জানানোর জন্য সেখানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এ সময় উপস্থিত ছিলেন অক্ষয় খান্নাও। প্রত্যেক তারকা একে অপরের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছিলেন। আজ থেকে ৩৬ বছর আগেকার সেই পুরোনো ভিডিও নিঃসন্দেহে একটি নস্টালজিক মুহূর্ত তৈরি করেছে সবার মনে।

উল্লেখ্য, অভিনেতা অক্ষয় খান্নার ২০২৫ সালের সব থেকে বড় ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তি পেয়েছে। এ সিনেমায় তাকে একদম অন্যরকমভাবে দেখতে পেয়েছেন দর্শকরা। এ সিনেমার হাত ধরে যেন আরও একবার রাতারাতি সবার মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা অক্ষয় খান্না। চলতি বছরের মার্চ মাসে মুক্তি পাবে এ সিনেমার দ্বিতীয় পর্ব, যেখানে বেশ কিছু দৃশ্যে আবার অভিনয় করতে দেখা যাবে অক্ষয় খান্নাকে।

এই বিভাগের আরও খবর