সারার সঙ্গে ঝামেলা মেটানোর জন্য যে শর্ত দিলেন ওরি
বলিউড অভিনেত্রী সারা আলি খান ও সেলিব্রেটি ওরির বিরোধ এখন চর্চায়। সম্প্রতি সারার ক্যারিয়ার সম্পর্কে ওরির মন্তব্য দুজনের মধ্যে একটা বড় বিতর্কের জন্ম দিয়েছে। এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন ওরি। তিনি সারা আলি খান ও তার মা অমৃতা সিংয়ের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি জানিয়েছেন, যদি তারাও ক্ষমা চান, তাহলে তিনি এ সমস্যাটা ভুলে যাওয়ার চেষ্টা করতে পারেন। অমৃতা সিং তাকে আঘাত করেছেন বলে জানান এ সেলিব্রেটি।
সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ বিতর্ক নিয়ে কথা বলেছেন ওরি। তিনি জানিয়েছেন, কিছু দিন আগে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সারা আলি খানকে আনফলোও করেছেন। এমনকি অনেক বছর ধরে তিনি ইব্রাহিম আলি খানকে ফলো করেননি। ওরি আরও বলেন, সারার সঙ্গে বন্ধুত্ব করায় তার মা অমৃতা সিং তাকে প্রচণ্ড আঘাত দিয়েছিলেন। তিনি আজও তা ভুলতে পারেননি বলে জানান এ অভিনেতা।
সারা সম্পর্কে প্রসঙ্গে ওরি বলেন, আমার মনে হয় না যে, আমি ওর সম্পর্কে কিছু ভুল বলেছি। আমি কেবল একটা ছোট্ট রসিকতা করছিলাম। কিন্তু সেটা ওর ক্যারিয়ার নিয়ে কটাক্ষ ছিল না। আমি নিশ্চিত যে, ও নিজে থেকে কখনই খারাপ মনে করেনি।
এ সেলিব্রেটি বলেন, নেটদুনিয়ায় সারার ছবি নিয়ে প্রায়ই দেখি হাসিঠাট্টা করা হচ্ছে। আর এটা সব থেকে বেশি দেখা যায় নায়িকার ছবি নিয়ে। দেখা যায়, তার নানা ছবির দৃশ্য ব্যবহার করে মিম তৈরি করা হচ্ছে। অনেকেই সবসময় আমার বেকার থাকার জন্যও মজা করে। এটা এতটা গুরুতর নয়।
ওরি বলেন, তাদের মধ্যকার সব সমস্যা মেটানোর একটা মাত্র উপায় আছে। যদি অমৃতা সিং ক্ষমা চান, তাহলে হয়তো ভবিষ্যতে আমি এটা ভুলে যেতে পারব।
উল্লেখ্য, সম্প্রতি সারা আলি খানের ছবি নিয়ে কটাক্ষ করেছিলেন ওরি। তিনি তার মা অমৃতা সিং ও ইব্রাহিম আলি খানের বান্ধবী অভিনেত্রী পলক তিওয়ারিকে সবচেয়ে খারাপ বলে মজা করেন। তবে ওরির মন্তব্যের বিষয়ে সারা বা তার পরিবারের পক্ষ থেকে প্রকাশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

