img

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন। নানা ইস্যুতে তাকে সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা যায়। বুধবার (২৮ জানুয়ারি) পুরোনো একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে ভক্তদের স্মৃতির রোমন্থনে ভাসালেন তিনি। 

প্রায় ১৬ বছর আগের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে এ গায়িকা লেখেন, ‘২০১১ সালের একটি ছবি ফেসবুকের কল্যাণে পেলাম!’ ছবিতে দেখা যায়, ন্যান্সির ডান পাশে হাসিমুখে দাঁড়িয়ে আছেন আরেক জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা এবং বাম পাশে হাবিব ওয়াহিদ। 

সেই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করছেন। সংগীত জগতের এ তারকাদের নিয়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করছেন ভক্তরা। অনেকেই হাবিব-ন্যান্সিকে আবারও জুটি বেঁধে গান করার আবদার রাখছেন।  ন্যান্সির জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশ করছেন। 

এর মধ্যেই কেউ কেউ কনা ও ন্যান্সির একসঙ্গে ছবি দেখে তাদের মধ্যকার স্নায়ু যুদ্ধের দিকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন। এই পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, আপনার চিরশত্রু  কনা (দিলশাদ নাহার কনা) আপনার পাশে? ভক্তের মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, আমি জানি না অথচ আপনি জেনে বসে আছেন। 

তার উত্তরে ভক্ত লিখেছেন, আপনি এবং কনা দুজনই আমার প্রিয় শিল্পী আর আপনাদের হাড়ির খোঁজ আমি জানব না তাই কি হয়। এরপরের জবাবে ন্যান্সি বলেন, তিনি (দিলশাদ নাহার কনা) আমাকে শত্রু মনে করেন জানা ছিল না। 

ওই মন্তব্যের সবশেষে ন্যান্সি লেখেন- ইন্ডাস্ট্রিতে এবং বয়সে, উভয় ক্ষেত্রেই বেশ সিনিয়র আমার একজন নারী সহকর্মীকে নিয়ে আপনার এহেন মন্তব্য দুঃখজনক।  তবে ভক্তদের অধিকাংশই মন্তব্যের ঘরে প্রিয় শিল্পীদের ভালোবাসার চাঁদরে সিক্ত করেছেন। 

এই বিভাগের আরও খবর