img

বাংলাদেশ ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দল না পাঠানোর কোনো যুক্তি নেই, বলছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ।

মাহমুদ বললেন, পিসিবির অবস্থান প্রশংসনীয়। কিন্তু পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করে কিছু করা যাবে না। 

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, পাকিস্তান ছাড়া আর কোনো ক্রিকেট বোর্ড বাংলাদেশের ভারত থেকে ম্যাচ সরার দাবিতে সমর্থন জানায়নি। বাংলাদেশ বোর্ডের অবস্থান আমি বুঝতে পারছি, কিন্তু এটাও একটা ব্যাপার যে আইসিসি সভায় কেউ তাদের সমর্থন দেয়নি।’

ভারতে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বাংলাদেশ চেয়েছিল ভারতের পরিবর্তে শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলতে। কিন্তু আইসিসি সেই প্রস্তাবে রাজি হয়নি। তারা বিষয়টি সুরহা করার জন্য আইসিসির বোর্ড সভায় ভোটাভুটি করে। তাতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের দাবির পক্ষে ভোট দেয়। অন্য ক্রিকেট বোর্ডের কর্তারা আইসিসির পক্ষ নেয়। 

যে কারণে আইসিসি জানিয়ে স্পষ্ট জানিয়ে দেয় বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে। অন্যথায় বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে, টাইগারদের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ