img

ঢাকাই শোবিজের আলোচিত অভিনেত্রী মারিয়া মিম বর্তমানে পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় অবস্থান করছেন। গ্ল্যামার জগতের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিয়ে কিছুদিন আগে মুসলমানদের পুণ্যভূমি সৌদি আরবে যান তিনি। বুধবার (২৮ জানুয়ারি)  বোরকা ও হিজাব পরিহিত একাধিক ছবি তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মিম। 

এক ফেসবুক পোস্টে পবিত্র কাবা শরিফের সামনে তোলা সেলফি শেয়ার করেছেন তিনি, যেখানে অভিনেত্রীকে সাদা রঙের হিজাবে অত্যন্ত স্নিগ্ধ দেখাচ্ছে। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি লাভ করতে পারে। আমিন!’ 

অন্য আরেকটি পোস্টে আরাফাতের ময়দান থেকে তোলা একাধিক ছবি পোস্ট করেন মিম। জাবাল আল রহমাহ পাহাড়ের পাদদেশ থেকে অভিনেত্রী সেই ছবিগুলো তুলেছেন। ছবিতে তাকে ক্রিম রঙের বোরকা ও হিজাব এবং চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা গেছে। 

নিজের পেশাগত ব্যস্ততাকে ভুলে আধ্যাত্মিক প্রশান্তির জন্য ওমরাহ পালনে যাওয়ায় অনেকেই তার প্রশংসা করছেন। পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের অভিনেত্রীকে শুভকামনা জানাতে দেখা গেছে।  উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মারিয়া মিম সামাজিক মাধ্যমে নানা ইস্যু নিয়েই আলোচনায় থাকেন। 

এই বিভাগের আরও খবর