নতুন গানে আলোচনায় আলী হায়দার
পাকিস্তানি পপ গায়ক আলী হায়দার তার নতুন গান ‘ইজাজত’ প্রকাশের মাধ্যমে আবারও শ্রোতাদের নজর কেড়েছেন। গত রোববার (২৫ জানুয়ারি) মুক্তি পাওয়া গানটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে, যেখানে বর্তমানে তিনি বসবাস করছেন।
জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হায়দার জানান, পুরো প্রকল্পটি হিউস্টনেই পরিকল্পনা করেছি। এখানেই এর দৃশ্যায়ন হয়েছে। এই শহরটি এখন দক্ষিণ এশীয় সৃজনশীল কাজের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে।
ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামে গানটি প্রকাশের পর দ্রুতই জনপ্রিয়তা পায়। শ্রোতারা এর সুর, সংযত প্রযোজনা এবং আলী হায়দারের সিগনেচার গায়কীর প্রশংসা করছেন। অনেকেই ‘ইজাজত’-কে ১৯৯০-এর দশকের পাকিস্তানি পপ সঙ্গীতের আবহের সঙ্গে তুলনা করে একে গায়কের শক্তিশালী প্রত্যাবর্তন হিসেবে দেখছেন।
ভিডিওর মান, চিত্রনাট্য ও পারফরম্যান্স দর্শক-শ্রোতার কাছে ইতিবাচক সাড়া পেয়েছে। সব মিলিয়ে, ‘ইজাজত’ প্রমাণ করেছে— দশক পেরিয়েও সুর ও আবেগের সততাই আলী হায়দারের সঙ্গীতের মূল শক্তি।

