img

হ্যারি ব্রুক এবং জো রুটের বিধ্বংসী ব্যাটিংয়ে রানের রেকর্ড গড়ল ইংল্যান্ড ক্রিকেট দল। শ্রীলংকা সফরে কলম্বোয় তিন ম্যাচ সিরিজের শেষ এবং অঘোষিত ফাইনালে মুখোমুখি দুই দল। 

মঙ্গলবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ৪০ রানে ২ ওপেনারের উইকেট হারায় ইংল্যান্ড। 

তৃতীয় উইকেটে জো রুট এবং জ্যাকব বেথেল ১২৩ বলে ১২৪ রানরে জুটি গড়েন। ৭২ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৫ রান করেন বেথেল। 

এরপর চতুর্থ উইকেটে সাবেক অধিনায়ক জো রুট এবং বর্তমান অধিনায়ক হ্যারি ব্রুক ১১৩ বলে ১৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। তাদের এই জুটিতেই শ্রীলংকার মাঠে রেকর্ড ৩৫৭ রান করেন।     

ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে এই প্রথম সাড়ে তিনশ রান স্পর্শ করল ইংল্যান্ড। ১৯৮৩ সালে টন্টনে ৩৩৩ রান ছিল ইংরেজরা। দলেরে হয়ে  মাত্র ৬৬ বলে ১১টি চার আর ৯টি ছক্কার সাহায্যে ১৩৫ রানের ঝলমলে ইনিংস খেলেন হ্যারি ব্রুক। এর আগে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৫ রান করেছিলেন।

এছাড়া ১০৮ বলে ৯টি চার আর এক ছক্কায় ১১১ রান করেন জো রুট। ওয়ানডেতে এটি তার ২০তম সেঞ্চুরি। এই সংস্করণে সেঞ্চুরির হিসেবে তার ধারেকাছে নেই ইংল্যান্ডের কেউ। ১৩টি শতক করে দুইয়ে ইয়ন মরগান। 

শেষ ৮ ওভারে ১২৪ রান তোলে ইংল্যান্ড, যেখানে ৯৮ রানই ব্রুকের। ইংলিশদের ইনিংসের শেষ ৬৯ রানের মধ্যে কেবল এক রান রুটের।

 

এই বিভাগের আরও খবর