img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ দেখেছি, আর গত ১৭ মাস অন্য দলের ফ্যাসিবাদ দেখছি। তারা অতীতের কোনো কথা রাখোনি, ভবিষ্যতেও রাখবে না।

তিনি আরও বলেন, এবার নির্বাচনে বিদেশি নাগরিক ও ঋণখেলাপিদের জনগণ লালকার্ড দেখাবে।

মঙ্গলবার দুপুরে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সেবারহাট বাজারে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদারকে শাপলা কলি মার্কার সমর্থনে এক পথসভায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।

তিনি এ সময় দশ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি মনোনীত সেনবাগ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদারকে শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভায় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা সাইয়েদ আহম্মদ, সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এয়াছিন করিম, নায়েবে আমির মাওলানা আবদুল মালেক, সহকারী সেক্রেটারি নুরুল হুদা মিলন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর