সড়কবাতির ভেতর থেকে গজাল বাঁশ, হতবাক স্থানীয়রা
চীনের ঝেজিয়াং প্রদেশের শেনচাং জেলায় এক বিস্ময়কর ঘটনায় স্থানীয়রা হতবাক হয়ে পড়েছেন। সেখানকার ওয়ার্ল্ড ট্রেড প্লাজার কাছে একটি সড়কবাতি ভেতর থেকে একটি বাঁশগাছ গজিয়ে ওঠে, যা শেষ পর্যন্ত লাইটের উপরের অংশ পর্যন্ত ঢেকে ফেলে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ল্যাম্পপোস্টের নিচের অংশে থাকা একটি ছোট ছিদ্র দিয়ে বাঁশের চিকন কাণ্ডটি ঢুকে ওপরের দিকে বাড়তে থাকে। ধীরে ধীরে সেটি পুরো সড়কবাতির ভেতর দিয়ে উঠে আসে।
বিশেষজ্ঞরা জানান, বাঁশের শক্তিশালী ও বিস্তৃত শিকড় ব্যবস্থা থাকার কারণে এটি অন্ধকার পরিবেশেও টিকে থাকতে পারে। মাটির নিচে থাকা কাণ্ডের মাধ্যমে বাঁশ সহজেই পানি ও প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে সক্ষম হয়।
এই বিরল দৃশ্যটি ভিডিওতে ধারণ করেন স্থানীয় বাসিন্দা জিয়া। তিনি সন্তানদের নিয়ে হাঁটার সময় ঘটনাটি দেখতে পান। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই তা ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক কৌতূহল সৃষ্টি করে।
এই অস্বাভাবিক প্রাকৃতিক ঘটনা আবারও প্রমাণ করেছে বাঁশগাছের অসাধারণ সহনশীলতা ও অভিযোজন ক্ষমতা, যা স্থানীয়দের পাশাপাশি অনলাইন দর্শকদেরও বিস্মিত করেছে।

