গোবিন্দকে ‘সুগারড্যাডি’ বললেন স্ত্রী সুনীতা, শুরু নতুন বিতর্ক
বলিউড অভিনেতা গোবিন্দের ব্যক্তিজীবন ঘিরে আবারও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার স্ত্রী সুনীতা আহুজা স্বামীকে নিয়ে একাধিক মন্তব্য করেন। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগের পর এবার তিনি গোবিন্দকে ‘সুগারড্যাডি’ বলেও উল্লেখ করেন, যা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
সুনীতার দাবি, বিনোদন জগতে জায়গা করে নিতে চাওয়া কিছু তরুণী প্রতিষ্ঠিত পুরুষদের ব্যবহার করার চেষ্টা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে অনেকেই ক্যারিয়ার গড়ার জন্য প্রভাবশালী পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পথ বেছে নিচ্ছেন। তার ইঙ্গিত, গোবিন্দকেও নাকি এভাবে জড়িয়ে ফেলা হয়েছে।
স্বামীর বয়স ও পারিবারিক অবস্থার কথাও তুলে ধরেন সুনীতা। তার মতে, এই বয়সে এমন বিতর্ক মানায় না। সন্তানরা বড় হয়ে যাওয়ায় এসব বিষয় পরিবারকে অস্বস্তিতে ফেলে বলেও মন্তব্য করেন তিনি।
তবে গোবিন্দ এর আগেই এসব অভিযোগ অস্বীকার করেছেন। অভিনেতার দাবি, তার পরিবারকে ঘিরে একটি ষড়যন্ত্র চলছে এবং সেই খেলায় তার স্ত্রীকেও ব্যবহার করা হচ্ছে।
এই মন্তব্যগুলোর পর থেকেই গোবিন্দ ও সুনীতার দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও বিচ্ছেদের পথে যাওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো দেননি সুনীতা।

