img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দু’টি দল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু আসন দখলের চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

তিনি বলেন, তারা সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক করেছে যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে। তাদের একটি বড় দল, আরেকটি তাদের বাচ্চা। তাদের নির্বাচনি প্রচারণা নেই বললেই চলে। অথচ, তারা বলে তারা জিতবে। তারা কীভাবে এসব কথা বলছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা।

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, আমাদের বিরুদ্ধে কিছু কিছু ছেলে-ফেলে খুব আজেবাজে কথা বলছে। তারা নিজেরা চাঁদাবাজি করে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। অথচ, সরকার তাদের। তাই এখন পর্যন্ত একজন চাঁদাবাজকে গ্রেফতার করেনি। আরেকটি দল বলছে, আমাদের একবার দেখেন। আমরা বলবো, একাত্তরে তোমাদের দেখেছি। কত মানুষকে কচুকাটা করেছো।

তিনি আরও বলেন, একটি বাচ্চা দল নিজেদের জুলাই যোদ্ধা দাবি করেছে। তারা আমাদের বিরুদ্ধে নানা কথা বলছে। তোরা যা কিছু কর, আমি কিছু কমু না। আমার গলায় সাইনবোর্ড নিয়ে চলতে হবে না যে আমার বাড়ি শাহজানপুর। কিন্তু, তাদেরকে সারাক্ষণ নিজেদের পরিচয় জাহির করতে হয়। আমারা কোনও ধান্দাবাজ ও কসাইয়ের কাছে দেশ তুলে দেবো না।

নতুন প্রজন্মের রাজনীতিকদের উদ্দেশে তিনি বলেন, আমরা কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম; সেই পড়াশোনা করতে চলে গেছি। তোমাদের মতো লোভ করিনি। তোমরা আজকে লোভ করতেছ। এত পাগল হওয়ার কী আছে ভাই? বয়স কম, রাজনীতি শেখো। ধীরে ধীরে রাজনীতি করো, দেশের উন্নতি করো- আমরা কামনা করি। রাজনীতি করার জন্য আমরা তোমাদের রাস্তায় ফুল বিছিয়ে দেব। কিন্তু অপকর্ম করার জন্য কোনো কাজ যদি করো, তার জবাব আমরা দিতে পারি ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও খবর