img

কিছুদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শোবিজের আলোচিত জুটি উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান। কিন্তু গেল বুধবার (১৪ জানুয়ারি) এই দম্পতির বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন তারা। কারণ রাফসানের সাবেক স্ত্রী সানিয়া শামসুন এশার সঙ্গে তার বিচ্ছেদের ঘোষণার পর থেকেই নেটদুনিয়ায় জোর গুঞ্জন ছিল কণ্ঠশিল্পী জেফারের সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণেই রাফসানের প্রথম সংসার ভেঙে গিয়েছিল। 

এদিকে, জেফার-রাফসানের বিয়ের একই দিনে এই উপস্থাপকের প্রাক্তন স্ত্রী এশার জন্মদিন হওয়ায় তিনিও ব্যাপক লাইমলাইটে চলে আসেন এবং নেটিজেনরা তার প্রতি সমবেদনা জানাতে থাকেন। নেটিজেনরা বলতে থাকেন, এশার সঙ্গে সম্পর্কে থাকার সময়ই জেফার-রাফসান প্রেমের সম্পর্কে জড়ান। তবে এ বিষয়টি নিয়ে তেমন কথা না বললেও রাফসানের বিয়ের দুদিন পর এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন এশা। 

গত শুক্রবার (১৬ জানুয়ারি) দেওয়া এক ফেসবুক পোস্টে এশা লেখেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। জীবনের এই পর্যায়ে এসে আমি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চাই না। আমি নিজে একটি অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি—অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি। এই পুরো যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। কাছের হোক বা দূরের—প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’ 

এশা দীর্ঘ স্ট্যাটাস শেষ করেছেন অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে। তিনি আরও রেখেন, ‘আমি নিজের জন্য এমন কিছু গড়ে তুলতে চাই, যা কঠিন সময়ে আমাকে ছেড়ে যাবে না কিংবা কোনো বিপর্যয়ে আমাকে অসহায় করে তুলবে না। আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই—ডা. এশা।’ 

গণমাধ্যমেও সম্প্রতি এ বিষয়ে কথা বলেন তিনি। সম্প্রতি চিকিৎসক সানিয়া শামসুন এশা গণমাধ্যমকে বলেন, ‘আমি আমার জীবন নিজের মতো গড়ে তুলছি, আমি একটি ইতিবাচক দিক মানুষকে দেখানোর চেষ্টা করছি। মানুষকে অনুপ্রাণিত করছি। কিন্তু অপ্রয়োজনীয়ভাবে যখন বিষয়টা চলে আসে, তখন বিরক্তি তৈরি করে। আমার দিক থেকেও মানুষ একটা স্টেটমেন্ট আশা করে। কিন্তু এই ব্যাপারে আমি কোনো নেতিবাচকতা ছড়াতে চাই না।’ 

উল্লেখ্য, জেফার রহমান ও রাফসান সাবাবের প্রেমের গুঞ্জনকে এই যুগল বরাবরই গুজব বলে আসছিলেন এতদিন। যদিও শেষ পর্যন্ত সেই গুজবকেই সত্যি প্রমাণ করে একসঙ্গে গাটছড়া বাঁধলেন তারা। 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ