img

বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ চুক্তিবদ্ধ হয়েছেন। এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে কাজ করবেন।

রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) রাজধানীর বসুন্ধরার ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তাসকিন আহমেদ ওয়ালটনের পক্ষে চুক্তিতে সই করেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় অভিনেতা আমিন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র নজরুল ইসলাম সরকার, চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

চুক্তি সংক্রান্ত বক্তব্যে তাসকিন বলেন, ‘দেশের ক্রিকেটের সঙ্গে ওয়ালটনের সম্পর্ক অনেক পুরোনো। আমি আমার ক্রিকেটীয় জীবনের শুরু থেকেই ওয়ালটনের পাশে থেকেছি। বিদেশের মাটিতেও ওয়ালটনের ব্র্যান্ড দেখতে পেয়ে একজন বাংলাদেশি হিসেবে গর্ব অনুভব করি। আজ সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল আমাদের গর্ব, আর তাসকিন আহমেদ দলের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় পেসার। ওয়ালটনের অগ্রযাত্রায় তার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।’

ওয়ালটন এসি বর্তমানে বাংলাদেশের শীর্ষ এয়ারকন্ডিশনার ব্র্যান্ড। এতে রয়েছে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার, স্মার্ট কন্ট্রোল, অফলাইন ভয়েস কন্ট্রোল, ব্লুটুথ ফিচারসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি। এছাড়া কম্প্রেসরে ব্যবহৃত হচ্ছে পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্ট। ওয়ালটনের এসি স্থানীয় ও বৈশ্বিক বাজারে টেকসই ও উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদের মন জয় করছে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ