নেপালের স্বপ্নের শহর জমসমে কী করছেন সুনেরাহ
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত এক স্বপ্নের শহর নেপালের মুস্তাং জেলার অন্তর্গত জমসম। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ দুর্গম এলাকা। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ আর নিস্তব্ধ প্রকৃতির অপূর্ব মেলবন্ধন সেখানে। তাই জমসম বহুদিন ধরেই বলিউড নির্মাতাদের প্রিয় শুটিং লোকেশন। বিখ্যাত অনেক বলিউড সিনেমার শুটিং হয়েছে এখানে।
ছবির মতো সুন্দর কিন্তু প্রাকৃতিক বিচারে কঠিন এই জমসমেই দেখা যাচ্ছে ঢাকাই শোবিজের জনপ্রিয় মুখ—সুনেরাহ বিনতে কামালকে। সঙ্গে আছেন আরেক মডেল ফররুখ আহমেদ রেহান। তাও আবার রোম্যান্টিক আবহে! হাতে আসা কিছু স্থিরচিত্রে এটুকু স্পষ্ট, দারুণ সময় কাটছে তাদের।
খোঁজ নিয়ে জানা গেলো, ব্যক্তিগত নয়; শুটিং সফরে আছেন তারা। যেখানে মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে শুটিং করলেন ‘ও জান’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মের।
আসিফ ইকবালের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছে কোনাল ও নিলয়। যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। মিউজিক্যাল ফিল্মটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সুনেরাহ ও রেহান। নির্মাণে তানিম রহমান অংশু।
নেপাল থেকে শুটিং শেষে দেশে ফিরে অভিজ্ঞতার কথা জানালেন সুনেরাহ বিনতে কামাল। তিনি বলেন, ‘হিমালয়কন্যা নেপাল এমনিতেই অসাধারণ সুন্দর। তার মধ্যে জমসম শহরটি যেন আরও অদ্ভুত এক সৌন্দর্যের নাম। প্রতিটি দৃশ্য মনে হয় কোনও শিল্পীর হাতে আঁকা। তবে এই সৌন্দর্যের মাঝেই ছিল কঠিন বাস্তবতা। মাইনাস ৮ ডিগ্রিতে শুটিং মোটেও সহজ নয়। তবুও এমন জায়গায় কাজ করার অভিজ্ঞতা আজীবনের স্মৃতি হয়ে থাকবে। আমার বিশ্বাস, গানটি দেখলে দর্শক শুধু গান নয়, জায়গাটির প্রেমেও পড়ে যাবেন। মনে হবে কোনো বলিউড সিনেমার বিশাল ক্যানভাসের গান দেখছি।’

