img

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা দুটি পৃথক বিভাগকে একীভূত করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় তিনি এ অনুমোদন দেন।

এই সিদ্ধান্তের ফলে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একত্র করে নতুন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠন করা হবে।

সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে বিভক্ত করার উদ্দেশ্য ছিল সেবার মান উন্নত করা ও কার্যক্রম সহজ করা। তবে বাস্তবে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় থাকা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট ও মাতৃ ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনায় কাঙ্ক্ষিত ফল আসেনি। বরং অভিজ্ঞতায় দেখা গেছে, এই দ্বৈত কাঠামোর কারণে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

প্রেস সচিব আরও জানান, মন্ত্রণালয়ের কার্যক্রমে আবারও গতি ও সমন্বয় আনতে রুলস অব বিজনেস অনুযায়ী দুটি বিভাগ একীভূত করার অনুমোদন নেওয়া হয়েছে।

এছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’। এই প্রস্তাবও অনুমোদিত হয়েছে, যদিও মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ