বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বর্ণা খাতুনের অলরাউন্ড নৈপুণ্যে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
এর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। টানা দ্বিতীয় জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ উঠে এল বাংলাদেশ।
কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৬৮ রান করে। ইনিংসের শেষ দিকে সোবহানা মোস্তারি ও স্বর্ণার ঝোড়ো ব্যাটিংয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৫০ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ।
১৪ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৭ বিস্ফোরক ইনিংস খেলেন স্বর্ণা। ২৪ বলে ৩৪ রান এনে দেন মোস্তারি। তাদের দুজনের টর্নেডো ব্যাটিংয়ে শেষ ২৮ বলে স্কোরবোর্ডে ৬৭ রান যোগ হয়। ৩৫ রান আসে ওপেনার দিলারা আক্তারের ব্যাট থেকে। আরেক ওপেনার জুরাইরিয়া ফেরদৌস করেন ১৭ রান।
রানা তাড়া করতে নেমে দারুণ শুরুর পরও ছন্দ হারায় পাপুয়া নিউগিনি। ৩.১ ওভারে ৩২ রান তুলেছিল পাপুয়া নিউগিনি। ২ উইকেট হারিয়ে ৯৮ রান করে তারা। এরপরই ব্যাটিং ধস। তাই বেশিদূর যেতে পারেনি পাপুয়া নিউগিনি। শেষ পর্যন্ত ১৩৮ রানে থামে দলটি। ৩৫ রান করেন ব্রেন্ডা। সিবোনা ২৮, হোলান দরিগা ২১ ও নাওয়ানি ভার করেন ১৫ রান।

