img

গাজা শাসনের জন্য ঘোষিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরআগে, তার আমন্ত্রণ পেয়েছে, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডান। 

রাশিয়ার বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টকে গাজা বিষয়ে গঠিত হতে যাওয়া ‘বোর্ড অব পিস’-এ আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তাসের করা এক প্রশ্নের জবাবে পেসকভ বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন সত্যিই এই বোর্ড অব পিসে যোগদানের একটি প্রস্তাব পেয়েছেন। আমরা প্রস্তাবটির সব দিক ও বিস্তারিত বিষয় পর্যালোচনা করছি।

তিনি আরও জানান, প্রস্তাবটি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করার আশাও করছে রাশিয়া। এর আগে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভের মুখপাত্র জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা পরিচালনার লক্ষ্যে গঠিত বোর্ড অব পিসে যোগ দিতে তোকায়েভকে আমন্ত্রণ জানিয়েছেন। 

মার্কিন সূত্রে জানা গেছে, পাকিস্তান, তুরস্ক, জর্ডান, মিশর ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশের নেতার কাছেও এই বোর্ডে যোগদানের প্রস্তাব পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের অক্টোবরে ইসরাইল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে যে শান্তি পরিকল্পনায় সম্মতি হয়েছিল, তার দ্বিতীয় ধাপে এই বোর্ডের কার্যক্রম শুরু হবে।

তবে ট্রাম্পের এই শান্তি পরিষদের ঘোষণা ভালোভাবে নেয়নি ইসরাইল। দখলদার দেশটির হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ এই পরিষদ। রোববার এই বিষয়ে বিরোধীতা করে শাসক জোটের অংশীদারদের নিয়ে বৈঠক ডাকেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এএফপি জানিয়েছে, শনিবার গভীর রাতে নেতানিয়াহুর কার্যালয় গাজা বিষয়ক নির্বাহী বোর্ডের গঠন নিয়ে আপত্তি তোলে। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বোর্ড অব পিসের অধীন গঠিত গাজা নির্বাহী বোর্ডের গঠন সংক্রান্ত ঘোষণা ইসরাইলের সঙ্গে সমন্বয় না করেই দেওয়া হয়েছে। এটি ইসরাইলের নীতির পরিপন্থী।’

এই বিভাগের আরও খবর