রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসার’ দাবিতে মানববন্ধন ছাত্রদলের
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের ‘মানসিক চিকিৎসার’ দাবিতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘আম্মারের ঠিকানা পাবনা, পাবনা’ বলে স্লোগান দেন।
মানববন্ধনে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় এক জামায়াতপন্থি শিক্ষক উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। তার ছেলে নামে পরিচিত সালাহউদ্দিন আম্মার যখন রাকসু জিএস পদে নির্বাচিত হয় সেটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সালাহউদ্দিন আম্মার রোববার প্যারিস রোডে টাঙানো তারেক রহমানের একটি ব্যানার দুপুরে ছিঁড়ে ফেলে। আমরা এখনো পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য ধৈর্য ধারণ করে আছি।
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ার করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সালাউদ্দিন আম্মারের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি এর মধ্যে তার সু-চিকিৎসার ব্যবস্থা না করা হয় তাহলে আমরা ধরে নেব তারেক রহমানের ব্যানার ছেঁড়ার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাত রয়েছে।
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, মনোবিজ্ঞানে একটা নার্সিসিজম সিনডম বলে একটা বিষয় আছে। যেখানে ব্যক্তি বিভিন্ন ভূমিকায় নিজেকে কল্পনা করেন এবং সেই ব্যক্তি নিজেকে অনেক বড় মনে করেন। আমাদের রাকসু জিএসের অবস্থাও তেমন হয়েছে। জুলাই আন্দোলনে তার ভূমিকা অবশ্যই প্রশংসার দাবিদার। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে সে যতগুলো কাজ করবে ছাত্রদল তাকে সমর্থন করবে। কিন্তু যখন সে সীমা লঙ্ঘন করবে তখন সেটাকে সহ্য করবো না।
শাখা ছাত্রদলের সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন নামধারী ছাত্র-প্রতিনিধি বিভিন্ন সময় শিক্ষক- কর্মচারীদের মারধর করে, শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা লাগায়। তার এই অস্বাভাবিক আচরণের প্রতিবাদে এবং তার মানসিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নেছারউদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রত্যেক হল ও অনুষদের নেতাকর্মীসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদ সভাপতির টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলেন সালাহউদ্দিন আম্মার।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আম্মার তার ফেসবুক পোস্টে ওই সংঘটনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদারকে বেলা ২টার আগে ব্যানার খুলে নেওয়ার সময় বেঁধে দেন।

