ভারতের নিউজিল্যান্ড সিরিজ হারের কারণ হিসেবে যা বললেন সুনীল গাভাস্কার
ভারতের ক্রিকেট দলকে হোম সিরিজে নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হারার পর ক্রিকেট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ইন্দোরে ৪১ রানে হারের পরও বিরাট কোহলির ৫৪তম শতক স্বতঃসিদ্ধ প্রশংসার যোগ্য হলেও, কিংবদন্তি সুনীল গাভাস্কার দলে একটি বড় সমস্যা তুলে ধরলেন। তিনি মনে করছেন, শুভমান গিলের দল মাঠে পর্যাপ্ত প্রচেষ্টা দেখায়নি।
নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুলের সঙ্গে ম্যাচ পরবর্তী বিশ্লেষণে গাভাস্কার বলেন, দলের ‘অপ্রচেষ্টা’ মূলত ফিল্ডিংয়ে ছিল। তার মতে, এই সিরিজের হারের মূল কারণ ব্যাটসম্যান বা বোলারদের কম চেষ্টা নয়, বরং মিডল ওভারের অযত্নে সহজ রান দেওয়া।
বিশেষ করে, ভারতের ফিল্ডাররা সহজে একক রান নিতে দেওয়ায় নিউজিল্যান্ডের মিডল অর্ডার খেলোয়াড়দের গেমের রিদম ঠিক করতে সহায়তা করেছে। গাভাস্কার বলেন, ‘আমি নাম নেব না, কিন্তু কিছু খেলোয়াড় খুব সহজে একক রান দেওয়ার সুযোগ দিল। রোহিত শর্মা দ্রুত এবং বিরাট কোহলির খেলার মান আমরা জানি, কিন্তু ফিল্ডিং আরও কার্যকরী হওয়া উচিত ছিল।’
ফিল্ডিংয়ে এই দুর্বলতার কারণে বোলারদের তৈরি চাপ কার্যকর হয়নি। বিশেষ করে ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস সহজেই খেলায় নিজেদের অবস্থান স্থাপন করতে পেরেছেন। যদিও গাভাস্কার সিনিয়র খেলোয়াড়দের, বিশেষ করে রোহিত ও কোহলিকে সরাসরি দোষারোপ করেননি, তার মন্তব্য থেকে বোঝা যায় যে তরুণ বা বিশেষজ্ঞ খেলোয়াড়দের ফিটনেস ও কমিটমেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

