img

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং বিতর্ক নতুন নয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন মাত্রা পেয়েছে, কারণ বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট (আকু) ছাড়াও সিআইডি ও আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে।

ফলে ২০২৬ বিপিএলের বড় অংশজুড়ে ফিক্সিং ইস্যু আলোচনায় থাকলেও ক্রিকেটার সাইফ হাসানের সাম্প্রতিক মন্তব্য নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে। এত দিন যেখানে আকু ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ তুলত, এবার সেই আকুর তদন্তপদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন ক্রিকেটাররা।

চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে ঢাকা ক্যাপিটালসের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন সাইফ হাসান। সেখানে তার কাছে মূলত আকুর তদন্তপ্রক্রিয়া নিয়েই প্রশ্ন করা হয়।

সিলেট পর্বে আকু যেভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, তা সাইফের কাছে অপমানজনক লেগেছে বলে জানান। তিনি বলেন, ক্রিকেট তিনি আবেগ ও সততার সঙ্গে খেলেন এবং তার পারিবারিক পটভূমিও এমন কোনো সন্দেহের সুযোগ দেয় না।

এর আগে ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী ফাহাদ দাবি করেছিলেন, সিলেটে ম্যাচের আগে প্যাড পরা অবস্থায় সাইফকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সাইফ জানান, ঘটনাটি ভিন্ন। তার ভাষ্য অনুযায়ী, ম্যাচের আগের দিন ও ব্যাটিংয়ে নামার আগের সময় ড্রেসিংরুমে এসে আকু কর্মকর্তারা কথা বলেন।

সাইফ আরও জানান, শুধু তিনিই নন, সিলেট পর্বে গুরবাজকেও ঘুম থেকে ডেকে তুলে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আকুর এই আচরণকে তিনি অসম্মানজনক বলে উল্লেখ করেন। বিশ্রামের সময় বা ঘুমের মধ্যে এমনভাবে তদন্ত চালানো একজন পেশাদার ক্রিকেটারের জন্য হতবাক করার মতো বলেও মন্তব্য করেন তিনি।

গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে ভালো পারফরম্যান্স করলেও এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে সাইফের শুরুটা ভালো হয়নি। তবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে শেষ লিগ ম্যাচে ৪৪ বলে ৭৩ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। আকু প্রসঙ্গে সাইফ বলেন, প্রথম কয়েকটি ম্যাচে ব্যর্থতার কারণে হয়ত তাদের সন্দেহ হয়েছিল। পরে কিছু প্রমাণ না পেয়ে তারা দুঃখ প্রকাশও করেছেন বলে জানান তিনি। এবারের বিপিএলে ৯ ম্যাচে সাইফের রান ১৩৩।

এদিকে, লিগ পর্ব শেষ হওয়ায় প্লে-অফের সূচিও চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস। একই দিনে প্রথম কোয়ালিফায়ারে খেলবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী সরাসরি ফাইনালে উঠবে। দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে পরদিন, যেখানে প্রথম কোয়ালিফায়ারে হারা দল ও এলিমিনেটরের জয়ী দল মুখোমুখি হবে। ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।

পয়েন্ট টেবিলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স—দু’দলেরই পয়েন্ট ১২ হলেও নেট রানরেটের কারণে চট্টগ্রাম এগিয়ে। ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সিলেট টাইটানস।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ