img

থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের খেলা। এরই মধ্যে দুটি করে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশের পুরুষ ও নারী দল।

তবে দুই ম্যাচ খেলার পরই দল থেকে বাদ পড়েছেন পুরুষ দলের সহঅধিনায়ক ইনতিশার মোস্তফা চৌধুরী। শৃঙ্খলাভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করে তাকে দেশে ফেরত পাঠিয়েছেন কর্মকর্তারা।

জানা গেছে, ইনতিশারের বিরুদ্ধে টিম ডিসিপ্লিন, কোড অব কন্ডাক্ট ও পেশাদার আচরণ লঙ্ঘনের একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় আর দলে রাখা হয়নি তাকে।

ব্যাংকক থেকে বাংলাদেশ দলের ম্যানেজার ইমরানুর রহমান বলেন, ‘ডিসিপ্লিন ইস্যুতে ইনতিশারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাছাড়া ইনজুরি সমস্যাতেও পড়েছে সে। তাই তাকে ছাড়াই বাংলাদেশ দল বাকি ম্যাচগুলো খেলবে।’

তবে ইনতিশার কীভাবে শৃঙ্খলা ভঙ্গ করেছেন তা এখনই বলতে নারাজ ইমরানুর রহমান। আন্তর্জাতিক টুর্নামেন্ট চলাকালীন বাংলাদেশ দল থেকে কোনো খেলোয়াড়কে বাদ দেওয়া নজিরবিহীন।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ