গম্ভীর-যুগে লজ্জার সব রেকর্ড নতুন করে লিখছে ভারত
কোচ গৌতম গম্ভীরের অধীনে ভারতীয় ক্রিকেট এক কঠিন সময় পার করছে। নিউজিল্যান্ডের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজ হেরেছে, ৩৮ বছর পর এমন কিছু দেখেছে দলটা। তবে এমন কিছু এবারই প্রথম নয়। গম্ভীর যুগের শুরু থেকে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই একের পর এক নেতিবাচক রেকর্ড যোগ হচ্ছে দলটির নামের পাশে। বহু বছরের পুরোনো রেকর্ড ভাঙছে, তবে তা সাফল্যের নয়, ব্যর্থতার।
নিউজিল্যান্ডের কাছে হারের আগে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারতে হয়েছে তাদের, ২৭ বছর পর এমন কিছু ঘটেছে। তিন ম্যাচের এক সিরিজে ৩০ উইকেট হারানোর ঘটনাও ঘটেছে প্রথমবার। ২০২৪ সালে ৪৫ বছর পর এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে জয়হীন থেকেছে ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট হার এসেছে ৩৬ বছর পর, ইতিহাসে প্রথমবারে মতো ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশও হয়েছে ভারত। এই সিরিজ দিয়ে ১২ বছর পর ঘরের মাঠে হারের তেঁতো স্বাদ নিয়েছিল দলটা। সব দেশ মিলিয়ে ৪৭ বছর পর ঘরের মাঠে টানা তিনটি টেস্ট হেরেছিল ভারত।
প্রথমবারের মতো ভারত তাদের ঘরের মাঠে ৫০ রানের নিচে অলআউট হয়েছে। ২০০ রানের কম লক্ষ্য তাড়া করে ঘরে জিততে ব্যর্থ হয়েছে ৩ বার।
১০ বছর পর টানা দুইটি টেস্ট সিরিজ হারের কালিমা লেপন হয়েছে এরপর। ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফি খুইয়েছে দলটা। ১২ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট সিরিজে তিন ম্যাচ হেরেছে ২০২৪ সালে।
গম্ভীরের অধীনেই ভারত প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়। এরপর লিডসে এক ম্যাচে পাঁচটি সেঞ্চুরি করেও টেস্ট হারতে হয়েছে। ৯২ বছরে দ্বিতীয়বার ৩৫০ রানের বেশি লিড নিয়েও ম্যাচ খুইয়েছে ভারত, সেটাও ওই লিডসেই। ১১ বছর পর এক ইনিংসে ৬০০ রানের বেশি দিয়েছে ভারত। ম্যাচটি হয়েছিল ম্যানচেস্টারে।
এরপর গেল বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট হারে দলটা, এমন লজ্জার মুখে তারা পড়েছে ১৫ বছর পর। টানা ৯ ম্যাচ জিতে যে ইডেন গার্ডেন্সকে রীতিমতো দূর্গ বানিয়ে ফেলেছিল, সেখানে ৮ বছর পর হারতে হয়েছে। ঘরের মাঠে ১২৪ রানও তাড়া করতে ব্যর্থ হয়েছে ভারত। এরপর ২৫ বছর বাদে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের কবলে পড়ে তারা। ৪০৮ রানে হেরে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয় দেখেছে ভারত।
সেই সিরিজেই ৩০ বছর পর ঘরের মাঠে একটি টেস্ট সিরিজ শেষ করেছে কোনো সেঞ্চুরি ছাড়া। টানা দুই ক্যালেন্ডার বছরে ঘরের মাঠে টেস্ট সিরিজে, ইতিহাসে এমন নজির আর দেখেনি ভারত।
দক্ষিণ আফ্রিকা প্রথমবার ভারতের বিপক্ষে ৩০০ রানের বেশি তাড়া করে জিতেছে। তারা ভারতের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে। রান ছিল ৩৫৯। নিউজিল্যান্ডও ভারতে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়েছে। রান ছিল ২৮৫।
গম্ভীরের অধীনে এমন সব পরিসংখ্যান ভারতীয় ক্রিকেটে বড় প্রশ্ন তুলছে। সমর্থকদের তোপের মুখে পড়ে গেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

