ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি পাহাড়ি এলাকায় অবতরণের সময় নিখোঁজ হওয়া একটি ছোট বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে মোট ১১ জন ছিলেন।
শনিবার (১৭ জানুয়ারি) বিমানটি ইয়োগ্যাকার্তা থেকে সাউথ সুলাওয়েসির রাজধানী মাকাসারের পথে যাচ্ছিল। শনিবার রাডার থেকে বিমানটি আচমকা অদৃশ্য হয়ে যায়।
অনুসন্ধান ও উদ্ধার দপ্তরের প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, রোববার সকালবেলা বিমানবাহিনী হেলিকপ্টার থেকে একটি ছোট বিমান জানালার অংশ বনাঞ্চল মাউন্ট বুলুসারাউং-এ দেখা গেছে। পরবর্তীতে উদ্ধারকারী দল মূল ধ্বংসাবশেষ এবং পেছনের অংশ উদ্ধার করে, যা পাহাড়ের উত্তর ঢালে ছড়িয়ে ছিল।
আনোয়ার বলেন, বিমানের মূল অংশের সন্ধান আমাদের অনুসন্ধান এলাকা অনেকটা সংকুচিত করেছে। এটি হতাহতদের খুঁজে বের করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র। আমাদের যৌথ উদ্ধার দল এখন বিশেষ করে বেঁচে থাকার সম্ভাবনা থাকা যাত্রীদের খুঁজে বের করার দিকে মনযোগ দিচ্ছে।
ধ্বংসাবশেষ পাওয়া বিমানটি তুর্বোপ্রপ ATR 42-500 এবং এটি ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট দ্বারা পরিচালিত হত। বিমানটিতে ছিল আটজন ক্রু এবং তিনজন যাত্রী, যারা সমুদ্র ও মৎস্য মন্ত্রণালয়ের আকাশপথে সমুদ্র নজরদারি মিশনে যাচ্ছিলেন।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারী দল ঘন কুয়াশায় ঢাকা খাঁড়া পাহাড়ি ঢালের ওপর দিয়ে ধ্বংসাবশেষে পৌঁছানোর চেষ্টা করছেন।
ইন্দোনেশিয়া তার ১৭ হাজারের বেশি দ্বীপ সংযোগে বিমানের পাশাপাশি ফেরি ব্যবহারে করে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বিভিন্ন ধরনের পরিবহন দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, যার মধ্যে বিমান, বাস দুর্ঘটনা এবং ফেরি ডুবে যাওয়া অন্তর্ভুক্ত।

