মিচেল-ফিলিপসের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রানের রেকর্ড
তিন ম্যাচ সিরিজের ‘অঘোষিত ফাইনালে’ রানের রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইন্দোরের হলকার স্টেডিয়ামে ভারতীয় বোলারদের পিটিয়ে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে রেকর্ড ৩৩৮ রান করেছে নিউজিল্যান্ড।
হলকার স্টেডিয়ামে ওয়াডেতে বিদেশি কোনো দলের এটাই সর্বোচ্চ রানের স্কোর। তবে স্বাগতিক হিসেবে এর আগে এই মাঠে ভারত সর্বোচ্চ ৪১৮ রানের স্কের গড়ে।
রোববার ইনদোরের হলকার স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমেই ৫ রানে দুই ওপেনার হেনরি নিকোলস ও ডেভন কনওয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ৫৮ রানে ফেরেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা উইলি ইয়াং।
প্রথম সারির তিন ব্যাটসম্যানের বিদায়ের পর দলের হাল ধরেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। চতুর্থ উইকেটে তারা ১৮৮ বলে ২১৯ রানের জুটি গড়েন। এই জুটিতেই দুইজনে তুলে নেন সেঞ্চুরি।
ভারতের মাঠে ড্যারেল মিচেল ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। এর আগে ২০২৩ সালের ২২ অক্টোবর ও ১৫ নভেম্বর ধর্মশালা এবং ওয়াংখেড় স্টেডিয়ামে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিচেল।
তিন ম্যাচের চলতি ওয়ানডে সিরিজের আজ দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন কিউই তারকা।
গত ১৪ জানুয়ারি রাজকোটে ১১৭ বলে ১১টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১৩১* রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়ে সিরিজে সমতায় ফেরান মিচেল।
মিচেল আজ ১৩১ বলে ১৫টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ওয়ানডে ক্যারিয়ারের সেরা ১৩৭ রানের ইনিংস খেলেন। ৮৮ বলে ৯টি চার আর তিন ছক্কায় ১০৯ রান করে ফেরেন গ্লেন ফিলিপস।
তাদের বিদায়ের পর অধিনায়কে মিচেল ব্রেসওয়েল ইনিংসের শেষ বল পর্যন্ত খেললেও অন্য প্রান্তে ব্যাটসম্যান আসা-যাওয়ার মিছিলে অংশ নেন। যে কারণে শেষ দিকে প্রত্যাশিত রান সংগ্রহ করতে পারেনি নিউজিল্যান্ড। ব্রেসওয়েল ১৮ বলে এক চার আর তিন ছক্কায় ২৮ রান করে অপরাজিত থাকেন।

