রহস্যময় পোস্টে হানিয়ার প্রেমজীবন ঘিরে ফের জল্পনা
গায়ক অসীম আজহারের সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা উসকে দিয়েছেন পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমির। অসীম আজহারের বাড়িতে আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানের পর অভিনেত্রীর শেয়ার করা একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
‘কাভি ম্যায় কাভি তুম’ নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া হানিয়া সম্প্রতি ইনস্টাগ্রামে একাধিক ছবির ক্যারোসেল পোস্ট করেন। ছবিগুলোতে তাকে দেখা যায় অসীম আজহারের আয়োজিত একটি ঘরোয়া কাওয়ালি সন্ধ্যায় অংশ নিয়েছেন অভিনেত্রী, যা মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে।
বিশেষ এই সন্ধ্যায় ২৮ বছর বয়সী অভিনেত্রী পরেছিলেন ভারী নকশায় সজ্জিত একটি হাফ-ব্যাকলেস কালো শাড়ি। বেণি করা চুলের স্টাইলের সঙ্গে কালো চুড়ি ও ভারী সোনার বালা তার লুককে আরও আকর্ষণীয় করে তোলে। ভক্তদের মতে, পুরো সাজেই ছিল ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন।
প্রসঙ্গত, অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে এত আলোচনার কারণ, হানিয়া আমির ও ‘জো তু না মিলা’ খ্যাত গায়ক অসীম আজহার অতীতে সম্পর্কে ছিলেন। তাই সাম্প্রতিক মাসগুলোতে হঠাৎ দুজনের একাধিক সূক্ষ্ম ইঙ্গিত আবারও পুনর্মিলনের সম্ভাবনা উসকে দিয়েছে।
বিশেষ করে অসীম আজহার তার প্রাক্তন বাগদত্তা মীরুব আলীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। গুঞ্জন শুরুর পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে এই জুটিকে একসঙ্গে দেখা গেছে। তবে এখনো পর্যন্ত হানিয়া আমির বা অসীম আজহার কেউই প্রকাশ্যে প্রেমের গুঞ্জনের বিষয়ে মুখ খোলেননি।
বর্তমানে অভিনয়ের ক্ষেত্রে হানিয়া বেশ ব্যস্ত সময় পার করছেন। তিনি শিগগিরই নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘জো বাচায় হ্যায় সাং সমই লো’-তে অভিনয় করতে যাচ্ছেন। অন্যদিকে, অসীম আজহার গত নভেম্বরের শেষের দিকে প্রকাশ করেছেন তার প্রথম স্বাধীন অ্যালবাম ‘অসীম আলী’, যা তার সংগীত জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

