img

সিরিয়ায় মার্কিনিদের ওপর ইসলামিক স্টেটের হামলার সঙ্গে সংযোগ থাকা আল-কায়েদা সংশ্লিষ্ট এক নেতাকে শুক্রবার মার্কিন সামরিক বাহিনী হত্যা করেছে। শনিবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে সক্রিয় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। 

সেন্টকম বলছে, নিহত বিলাল হাসান আল-জসিমের জঙ্গিগোষ্ঠী আইএসআইএসের এক বন্দুকধারীর সঙ্গে ‘সরাসরি সংযোগ’ ছিল।  

গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরাতে যুক্তরাষ্ট্র ও সিরীয় সেনা সদস্যদের হতাহতের ঘটনায় ওই বন্দুকধারী জড়িত ছিল বলেও দাবি করেছে সেন্টকম।

বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, তিন মার্কিন নাগরিকের মৃত্যুর সঙ্গে সংযোগ থাকা এক সন্ত্রাসীর নিহত হওয়া প্রমাণ করে যে, আমাদের বাহিনীর ওপর যারা হামলা চালায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

গত ১৩ ডিসেম্বরের পর থেকে মার্কিন বাহিনী সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই শতাধিক আইএসআইএস নিশানায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

সেন্টকমের বিবৃতিসহ এক্সে দেওয়া পোস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘কখনো ভুলবো না আমরা, কখনো থামবো না।’

এই বিভাগের আরও খবর