img

বিএনপির প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জাতীয় সংসদে খালেদা জিয়াকে নিয়ে স্মৃতি রোমন্থন করে কাঁদলেন একটি অনুষ্ঠানে।  

বক্তৃতার সময় জাতীয় সংসদের এমপি থাকাকালীন সময়ের একটি ঘটনা উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি বলেন, বিএনপির নেতৃত্ব খালেদা জিয়া গ্রহণ করেছিলেন সবার অনুরোধ ও চাপের মুখে। সেই যে পথচলা শুরু হয়েছিল, সেই পথচলা শেষ হয়েছে জিয়া উদ্যানের সমাধিতে। মানুষ চলে যায় কিন্ত মানুষের অক্ষয় কীর্তিগুলো পরের প্রজন্মের যারা থাকেন তারা স্মরণ করেন সম্মান ও শ্রদ্ধার সঙ্গে।  

বিএনপির এ নেতা খালেদা জিয়ার নেতৃত্বের পাশাপাশি তার সবচেয়ে বড় গুণ উল্লেখ করতে গিয়ে বলেন, আমরা অত্যন্ত কাছে থেকে দেখেছি, তার নেতৃত্বের মধ্যে একটা বড় বৈশিষ্ট ছিল মাতৃত্ব। মায়ের কাছ থেকে যে ভালোবাসা, যে আদর , যে শাসন একজন কর্মী বা একজন নেতা আশা করেন সেটা তিনি দিতে সক্ষম হয়েছিলেন তার কথাবার্তা, আচার-আচরণ, ধমক, পরামর্শ সবকিছুর মধ্য দিয়ে।  

আলাল বিএনপির প্রয়াত চেয়ারপারসনের কথা স্মরণ করে বলেন, তখন আমি দ্বিতীয়বারের মতো পার্লামেন্টের এমপি, তিনি রাগ করে একটা কথা বলেছেন জাতীয় সংসদে। তখন আমি পরপর দুইদিন প্রধানমন্ত্রী যেখানে বসেন সেখানে যাই নাই, অধিবেশন চালাকালীন তৃতীয় দিন তিনি তার ব্যক্তিগত স্টাফকে দিয়ে আমাকে ডেকে পাঠালেন, আমাকে বললেন; কি হয়েছে, আমি কি শাসন করার অধিকার রাখি না, আমি কি একটা পরামর্শ দিতে পারি না, অনেক বড় হয়ে গেছো নাকি। এই জিনিসটার মধ্য থেকে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মাতৃত্ব ও নেতৃত্বের গুণাবলীর একটা সমন্বয় হয়েছে। অনেককেই তিনি ধমক দিয়েছেন, শাসন করেছেন আবার আদরও করেছেন, দুই-তিনদিন না দেখলেই খোঁজখবর নিতেন। 

এই বিভাগের আরও খবর