img

আগামীকাল রোববার থেকে ইনদোরে হবে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরজের শেষ ম্যাচ। তার আগে ভারতীয় ক্রিকেটারদের চিন্তা সেখানকার পানি নিয়ে। কারণ বিষাক্ত পানির কারণে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

যে কারণে ঝুঁকি নিতে চায় না ভারতীয় তারকা ক্রিকেটার শুভমান গিল। তিনি একটি বিশেষ পানি পরিশোধক যন্ত্র নিয়ে হোটেলে গিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, ৩ লাখ টাকার পানি পরিশোধক যন্ত্র নিয়ে ইনদোরে গেছেন শুভমান। ভারতীয় দল যে হোটেলে রয়েছে, সেখানেই নিজের ঘরে সেই যন্ত্র লাগিয়েছেন শুভমান। সেখান থেকেই ক্রিকেটারদের পানি দেওয়া হচ্ছে। প্যাকেটজাত পানি বা পরিশোধিত পাকে পুনরায় পরিশোধনের ক্ষমতা রয়েছে এই যন্ত্রের।

ইন্দোর স্টেডিয়াম নিউজিল্যান্ড ম্যাচকে সামনে রেখে শুভমান গিলসহ ভারতের বেশ কিছু ক্রিকেটার বিশুদ্ধ পানির দিকে বিশেষ নজর দিয়েছেন। 

তবে ভারতীয় সাবেক অধিনায় বিরাট কোহলির কথা আলাদ। দীর্ঘ দিন ধরে ফ্রান্স থেকে আসা বিশুদ্ধ পানি পান করেন বিরাট কোহলি। তিনি অন্য কোনো পানি পান করেন না। 

এই বিভাগের আরও খবর