img

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাস্তায় দাঁড়িয়ে এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের দাবির কথা শুনেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে তাদের দাবির কথা শোনেন তারেক রহমান।  বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে তারেক রহমান গুলশানের বাসা থেকে গাড়িতে করে রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় কার্যালয়ের বাইরে এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীরা অপেক্ষা করছিলেন।

এ সময় তারেক রহমান কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে আবার গেটের বাইরে বেরিয়ে আসেন।  তিনি নিবন্ধনধারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দাবির কথা শোনেন।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ