যে অভিযোগে ব্রিটিশ কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ
মস্কোতে নিযুক্ত এক ব্রিটিশ কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। ‘ওই ব্যক্তি মস্কোতে অবস্থিত ব্রিটিশ দূতাবাসে কূটনৈতিক পরিচয়ের আড়ালে গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছিলেন' অভিযোগ জানিয়ে এ দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জানিয়েছে, ওই কূটনীতিকের পরিচয় প্রকাশ করা হয়নি। তার কূটনৈতিক স্বীকৃতি বাতিল করা হয়েছে এবং তাকে দুই সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করতে হবে।
ইউক্রেন যুদ্ধের পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। অভিযোগের বিষয়ে যুক্তরাজ্য সরকার এখনও কোনও মন্তব্য করেনি। মস্কোর নেওয়া নতুন এই পদক্ষেপকে ঘিরে লন্ডন–মস্কো সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে মস্কো হুমকি দিয়ে বলেছে, নিজেদের ভূখণ্ডে ‘অঘোষিত ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাদের’ উপস্থিতি সহ্য করা হবে না। লন্ডন পরিস্থিতি আরও জটিল করলে রাশিয়া অতিরিক্ত পদক্ষেপ নিতে পারে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, এ ঘটনায় ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্স ড্যানি ডোলাকিয়াকে তলব করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের পর থেকে দুই দেশই একে অপরের একাধিক কূটনীতিককে বহিষ্কার করেছে। গত বছরের মার্চে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়া দুই ব্রিটিশ কর্মকর্তাকে বহিষ্কার করেছিল। এর জবাবে যুক্তরাজ্য এক রুশ কূটনীতিক ও তার এক কূটনৈতিক জীবনসঙ্গীর স্বীকৃতি বাতিল করে। লন্ডন জানায়, ব্রিটিশ দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের বিরুদ্ধে কোনও ধরনের ভয়ভীতি বা হয়রানি তারা মেনে নেবে না।

