চুল পড়া রোধে যে ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত
আজকাল অনেকেরই চুল পড়ার সমস্যা নিত্যসঙ্গী। বিশেষ করে মাথার সামনের দিক থেকে বেশি চুল পড়লে টাক পড়ার আশঙ্কা বেশি থাকে। আর নারী-পুরুষ নির্বিশেষে কমবেশি সবাই এ সমস্যায় ভুগছেন। আর প্রতিদিন কমপক্ষে ৫০ থেকে ১০০ চুল পড়া স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এর চেয়ে বেশি চুল পড়লে ঝরে যাওয়া জায়গায় নতুন চুল না গজালে তা অবশ্যই চিন্তার বিষয় বলেও জানিয়েছেন চিকিৎসক।
অনেক ক্ষেত্রেই চুল পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় ভিটামিন বি১২-এর অভাবে। এ ভিটামিন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত রাখে। অথচ চুলের যত্নে ভিটামিন এ, সি, ডি বা ই নিয়ে যতটা আলোচনা হয়, ভিটামিন বি১২ নিয়ে হয় না। অথচ চুলের স্বাস্থ্য ভালো রাখতে এসব ভিটামিন ভীষণ জরুরি।
কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ও ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্সেসের এক রিপোর্ট অনুযায়ী, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ৫৭ শতাংশেরও বেশি মানুষ ভিটামিন বি১২-এর ঘাটতিতে ভুগছেন। এই ভিটামিনের অভাবে শুধু চুল পড়াই নয়, শরীরে নানা সমস্যাও দেখা দিতে পারে। এই যেমন ঝিমুনি ধরা, মাথা ঘোরা, হাত-পা ঝিনঝিন করা কিংবা অসাড় হয়ে যাওয়া। চুলের ডগা ফাটা ও চুল রুক্ষ হয়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে। আর চুল পড়া রোধে শুধু সাপ্লিমেন্টের ওপর নির্ভর করলে চলবে না। এ জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন বি১২-সমৃদ্ধ খাবার রাখা জরুরি।
চলুন জেনে নেওয়া যাক, কোন খাবার থেকে মিলবে ভিটামিন বি১২—
টকদই কিংবা ইয়োগার্ট খুবই উপকারী। এগুলো প্রোবায়োটিকের ভালো উৎস হওয়ায় হজমশক্তি বাড়ায় এবং শরীরকে পর্যাপ্ত ভিটামিন বি১২ জোগাতে সাহায্য করে। প্রাণিজ খাদ্যে ভিটামিন বি১২-এর পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে।
ভিটামিন বি১২-এর উৎকৃষ্ট উৎস হচ্ছে ডিম, মাশরুম, বিভিন্ন ধরনের মাংস, কলিজা এবং সামুদ্রিক মাছ। এ ছাড়া দুধ খেলেও এ ভিটামিনের চাহিদার অনেকটাই পূরণ করা সম্ভব। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রায় ২.৪ মাইক্রোগ্রাম ভিটামিন বি১২ প্রয়োজন, যার প্রায় ৫০ শতাংশ এক কাপ দুধ থেকেই পাওয়া যেতে পারে। এ ছাড়া ওটস, কিনোয়া, ডালিয়াসহ বিভিন্ন দানাশস্যে ভিটামিন বি১২ থাকে। নিয়মিত এই খাবারগুলো খেলে শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি অনেকটাই কমানো সম্ভব।

