জীবনে বহু মানুষ এসেছে, বিদায় নিয়েছে; আমি কাউকে আটকাইনি: স্বস্তিকা
বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত তার অভিনয় ক্যারিয়ারে এক দশক পার করেছেন। সিনেমা-ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেও ছোটপর্দায় তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দিয়েছে। বর্তমানে বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের সুবাদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে নিয়েছেন স্বস্তিকা। জীবনে মানুষ এসেছেন, বিদায় নিয়েছেন, আমি কাউকে আটকাইনি। কারণ যারা চলে যেতে চায়, তাদের আটকানো যায় না বলে জানিয়েছেন অভিনেত্রী।
স্বস্তিকার ব্যক্তিগত জীবন হামেশাই থেকেছে লাইমলাইটে। কো-স্টার ক্রুশ আহুজার সঙ্গে প্রেমচর্চা হোক কিংবা শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খুল্লমুখুল্লা রোম্যান্স। তবে সেসব এখন অতীত। ক্যারিয়ারই তার মূল ফোকাস জীবনে— গত কয়েক বছরে সে কথা বুঝিয়ে দিয়েছেন স্বস্তিকা। এবার নিজের স্বপ্নপূরণ করলেন অভিনেত্রী।
নিজের নতুন বাড়ি কিনলেন। দীর্ঘ বছরের হাড়ভাঙা খাটুনি, অধ্যাবসায় আর ত্যাগের পর নিজের এই বিশেষ অর্জনের কথা সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি।
অভিনেত্রী বলেন, এই বাড়িটি তার কাছে কেবল একটি ইমারত নয়, বরং তার বছরের পর বছর পরিশ্রমের ফল। নিজের উপার্জনের টাকায় কেনা এই মাথার উপরের ছাদটি তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।
স্বস্তিকা তার পোস্টে আরও লিখেছেন, স্বপ্ন অনেক সময় দীর্ঘ পথ হাঁটার পর সত্যি হয়। এ পর্যায়ে পৌঁছাতে তাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে এবং দিনের পর দিন শুটিং ফ্লোরে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। আজ নিজের ঘর সাজানোর আনন্দই আলাদা।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, অভিনেত্রী জিনস আর সোয়াটারে হাসিখুশি মুখে তার নতুন বাড়িতে দাঁড়িয়ে আছেন। স্বস্তিকা বলেন, আমায় নিয়ে অনেক লেখা, অনেক গল্প এবং অনেকের আশা অনেকের যাওয়া। তিনি বলেন, অনেকের অনেক বক্তব্য অভিনেত্রী স্বস্তিকা দত্ত কে নিয়ে, তার কাজ, তার পরিবার এবং তার সম্পর্ক নিয়ে।
স্বস্তিকা আরও বলেন, স্বস্তিকাকে কতজন চেনেন আপনারা? আমি, অভিনেত্রী স্বস্তিকা দত্তের কথা বলছি না। আমি স্বস্তিকার কথা বলছি… জীবনে মানুষ এসেছেন, বিদায় নিয়েছেন। আমি কাউকে আটকাইনি, কথায় আছে না,যে যেতে চায়, তাকে রোখা যায় না।
ভাঙা মনের যন্ত্রণা চেপে তিনি বলেন, কিন্তু আমার এই স্বপ্নটাকে আমি কোনো দিনও যেতে দিইনি। স্ট্রাগল আমিও করেছি মানসিক, শারীরিক ও ব্যক্তিগত। স্বপ্ন হঠাৎ করেই সত্যি হয়ে যায়… কিন্তু নিজের স্বপ্নের মধ্যে জায়গা সবাই কে দেবেন না... ওটা নিজের থাক...। একটু যদি নিজের স্বপ্নপূরণের কথাটা আগে ভাবতাম, তাহলে ১২ বছর লাগত না... না? আমার এই পৃথিবীর অংশ আমি, আমার পরিবার! এখানে হবে গল্প লেখা... বলে জানিয়েছেন স্বস্তিকা দত্ত।

