সুখবর পেলেন আরও ১০ বিএনপি নেতা
বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত বিএনপির আরও ১০ নেতা সুখবর পেয়েছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুই দফায় ১৩ নেতাকর্মীকে সুখবর দেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশ পাওয়া নেতারা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে আজাদ, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি কামরুল হাসান জুয়েল, কাহালুর কালাই ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য জোবাইদুর রহমান সবুজ, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান রঞ্জু, কাহালু উপজেলা বিএনপির নেতা আব্দুল মান্নান, জাহিদ হাসান জালাল, মাহবুবুর রহমান বাবু, কাহালু পৌর বিএনপি নেতা আলমগীর হোসেন আলম, গাবতলী পৌর বিএনপির সাবেক সদস্য আব্দুল করিম এবং গাবতলী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি সাজেদুল আলম রাসেল।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য উল্লেখিত ১০ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বিএনপি নেতা একে আজাদ ও অন্যরা জানান, ভবিষ্যতে তারা আর কখনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবেন না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকার বিএনপি মনোনীত প্রার্থীর জন্য কাজ করবেন। বিএনপি দলীয় আদর্শ মেনে চলবেন।
এর আগে গত ৪ জানুয়ারি সারিয়াকান্দি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নয়জন এবং ৫ জানুয়ারি বগুড়া জেলা, শহর ও কাহালু উপজেলা যুবদলের চার নেতা সুখবর পেয়েছেন। তারা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুল হায়দার রুমি, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম স্বপন, মুশফিকুর রহমান মদন, সারিয়াকান্দি পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, পৌর বিএনপির সদস্য সোহেল সরকার, লুৎফর রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম নিপুল ও পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান আলী। এছাড়া বগুড়া সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুর রহমান, কাহালু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, জেলা যুবদলের সাবেক সদস্য আমিনুর রহমান শাহীন ও বগুড়া শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম রবিউল হাসান।

