img

সবার সামনে অপমান করা হয়েছিল বলিউড অভিনেতা শক্তি কাপুরকে। এমন কি করেছিলেন অভিনেতা, যার জন্য তাকে অপমানিত হতে হয়েছিল?

সিনেমায় নামজাদা নায়ক থাকলেও, যে চরিত্র সবসময় মানুষের মন কাড়ে তিনি হচ্ছেন খলনায়ক। কিন্তু বাস্তবে খলনায়ক চরিত্রে অভিনয় করা অভিনেতা-অভিনেত্রীরা নায়কের চেয়ে কোনো অংশে কম নন। একইভাবে একজন বলিউড অভিনেতার খলনায়কের ভূমিকায় অভিনয়ের জন্য তার পরিবারকে নানাভাবে অপমানিত হতে হয়েছিল।

বলিউডে নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় খলনায়কদের মধ্যে অন্যতম হচ্ছে শক্তি কাপুর। তার সিনেমা মানেই গুণ্ডামি, নারীদের ওপর অত্যাচারের দৃশ্য দেখানো। তবে একটি দৃশ্যে শক্তির অভিনয় দেখে তার বাবা-মা এতটাই রেগে গিয়েছিলেন যে, তারা অনুষ্ঠানের মাঝপথে সিনেমা হল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো সেই ঘটনার কথা তুলে ধরেন শক্তি কাপুর। 

এ বর্ষীয়ান অভিনেতা বলেন, যখন তার ‘ইনসানিয়াত কে দুশমন’ সিনেমাটি মুক্তি পায়, তখন তিনি বাবা-মাকে রাজি করিয়েছিলেন, তারা যাতে সিনেমাটি দেখেন। তারা দুজনেই খুশি মনে সিনেমাটি দেখতে হলে যান। 

সিনেমাটি শুরু হতেই এবং প্রথম দৃশ্যেই শক্তি কাপুরকে একটি মেয়ের ওড়না টানতে দেখা যায়। এমন দৃশ্য দেখে অভিনেতার বাবা খুব রেগে গিয়েছিলেন। তৎক্ষণাৎ তার মাকে বলেন, ‘এখনই উঠে পড়। চলো বেরিয়ে যাই। ও আগে বাইরে এই কাজ করত, এখন পর্দাতেও তাই করছে। আমি এ সিনেমা কিছুতেই দেখব না।’

বাবা-মা থিয়েটার থেকে বাড়ি ফিরেই ডেকে পাঠান শক্তি কাপুরকে। ধমক দেওয়া হয় তাকে। জিজ্ঞেস করা হয়, ‘তুমি কী ধরনের চরিত্রে অভিনয় করছ? কেন তুমি কোনো ভালো মানুষের চরিত্রে অভিনয় কর না? হেমা মালিনী বা জিনাত আমানের মতো অভিনেত্রীদের সঙ্গে কাজ কর।’ 

এ ঘটনায় প্রথমে শক্তি কাপুর রেগে গেলেও, পরে তিনি বুঝতে পেরেছিলেন তার বাবা-মা খলনায়ক চরিত্রে খুশি নন। শক্তি কাপুর কেবল নেতিবাচক চরিত্রেই অভিনয় করেননি, অনেক সিনেমায় কমেডিয়ানের ভূমিকাতেও অভিনয় করেছেন। এই চরিত্রগুলোও জনসাধারণের প্রশংসা পেয়েছে ভীষণভাবে। কারও কাছে তিনি ভালো খলনায়ক। আবার কারও কাছে কমেডিয়ান। তবে যখনই পর্দায় এসেছেন ঝড় তুলেছেন শক্তি।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ