img

চলতি বছরের শুরু থেকেই আলোচনায় আছে বাংলাদেশের ক্রিকেট। মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া থেকে শুরু, এরপর বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি, পরিশেষে বিপিএল বয়কট… প্রতিদিনই কিছু না কিছু একটা ঘটছেই। সবশেষ ঘটনার মূলে আছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ– কোয়াব।

তবে ক্রিকেটারদের এই ইস্যুতে তারা সরব হতেই একটা প্রশ্ন উঠছে, মোস্তাফিজুর রহমানকে যখন কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিল কোনো কারণ ছাড়াই, তখন কেন তারা কোনো প্রতিবাদলিপি পাঠাননি? এর জবাবটা আজ দিয়েছে কোয়াব। সভাপতি মোহাম্মদ মিঠুন শুরুতে যেন এড়িয়েই যেতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘এটা ওর ব্যক্তিগত ইস্যু। পুরো বিষয়টা সেখান থেকে শুরু হয়নি। আপনি ভুল ভাবছেন।’

তবে এরপরই বিষয়টা নিয়ে বিস্তারিত জানান তিনি। তিনি জানান, শুরুতে ক্রিকেটারদের বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছিল, পরে মোস্তাফিজের অনিচ্ছায় সব কার্যক্রম স্তিমিত করতে হয়েছে। তিনি বলেন, ‘ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন হিসেবে আমাদের কাজ ছিল ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে জানানো। আমরা তাদের সঙ্গে জুমে মিটিং করেছি শুধু মোস্তাফিজ ইস্যু নিয়ে। এই বিষয়ে আগে খেলোয়াড় কী চায়, তা জানতে হবে, তারপর তারা মুভ করবে। তারা আশ্বাস দিয়েছিল যে খেলোয়াড় যা যা চাবে, তার সবই তারা করবে। এখানে আমরা মোস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম। তবে বিষয়টা দিনে দিনে এমন ক্রিটিকাল পর্যায়ে চলে গিয়েছিল যে মোস্তাফিজ বিষয়টা আর বাড়াতে চায়নি।’ 

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের যতটুকু করার ছিল, করেছি। মোস্তাফিজ যদি রাজি থাকত তাহলে আরও করতাম। কিন্তু সে বলেছে দরকার নাই, সে কারণে আমরা আর আগে বাড়াইনি।’ 

তবে বিষয়টি নিয়ে বিসিবিকে কিছু জানায়নি কোয়াব। সে বিষয়ে তিনি বলেন, ‘আমরা সব বিষয়ে বোর্ডকে জানাতে বাধ্য না। কোয়াবের কাজ হচ্ছে, যে কোনো ইস্যুতে ডব্লিউসিএকে রিপোর্ট করা, বিসিবিকে না।’ 

এই বিভাগের আরও খবর