ট্রাম্পের ওভাল অফিসে দুধের বোতল কেন
হোয়াইট হাইসের ওভাল অফিসে অদ্ভূত এক কাণ্ড ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারি) বিকালে একটি দ্বিপক্ষীয় বিল সই করেন তিনি। এদিন দেখা যায় তার ‘রেজোলিউট ডেস্কে’ এক বোতল দুধ। যেটি আবার ৫-৬ দিনের পুরোনো ছিল। এ নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কৌতুক করতেও ছাড়েনি। কিন্তু তিনি বিল সইয়ের অনুষ্ঠানে দুধের বোতল রাখলেন কেন?
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য পূর্ণ ননীযুক্ত দুধ বা ‘হোল মিল্ক’ এবং ২ শতাংশ ফ্যাটযুক্ত দুধ পানের সুযোগ করে দিতে একটি বিলে সই করেছেন ট্রাম্প। আর ওই বিল সইয়ের সময় দুধের বোতলটি রেখে রসিকতা করেন ট্রাম্প। বিলটি সইয়ের মাধ্যমে বারাক ওবামা আমলের একটি বিধিনিষেধ বাতিল করা হয়। ওবামার ওই বিধিনিষেধ অনুযায়ী, এতদিন স্কুলগুলোতে কেবল ফ্যাট-মুক্ত বা কম ফ্যাটযুক্ত দুধ সরবরাহ করা হতো।
বিল সই অনুষ্ঠানে নিজের রেজোলিউট ডেস্কে রাখা দুধের একটি বড় বোতল দেখিয়ে ট্রাম্প জানান, এটি গত পাঁচ-ছয় দিন ধরে সেখানেই পড়ে আছে।
তার এই মন্তব্যের ওভাল অফিসে উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ট্রাম্প বলেন, আমাদের এখানে কিছু দুধ আছে। এটি গত পাঁচ দিন ধরে এখানে পড়ে আছে।
তার এ কথা শুনে উপস্থিত অনেকে হাসলেও কেউ কেউ আবার বেশ অবাকও হন। রসিকতা চালিয়ে গিয়ে ট্রাম্প আরও বলেন, এটি একদম আসল বোতল। আমি এটি এনেছি যাতে সংবাদমাধ্যমের কর্মীরা কিছুটা খেতে পারেন। আপনারা চাইলে সরাসরি এই পাত্র থেকেই চুমুক দিতে পারেন।
এসময় নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, আগের দিনে আমরা যখন বাচ্চা ছিলাম সবাই কি এক বোতল থেকে ভাগ করে পান করতাম না? এখন সাধারণত আমরা তা করি না। তবে আপনারা যদি সামনের মানুষটিকে বিশ্বাস করেন তবে নির্দ্বিধায় পান করতে পারেন। এটি আপনাদের জন্যই ঠিক আছে? এটি আধা-তাজা (সেমিফ্রেশ)—মাত্র ৫ থেকে ৬ দিনের পুরোনো।
উল্লেখ্য, ‘হোল মিল্ক ফর হেলদি কিডস অ্যাক্ট’ নামের এই বিলটি ২০২৫ সালের শেষের দিকে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে সর্বসম্মতিক্রমে পাস হয়। বিলটি সইয়ের অনুষ্ঠানে কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য এবং দুগ্ধ শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

