img

ঢালিউড অভিনেত্রী পরীমনি রুপালি পর্দায় অভিনয় দক্ষতা দিয়ে যেমন সিনেমাপ্রেমী দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনই সামাজিক মাধ্যমে নেটিজেনদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। যদিও রুপালি পর্দায় আর আগের মতো নিয়মিত দেখা যায় না অভিনেত্রীকে। তবে পর্দায় নিয়মিত না হলেও ব্যক্তিজীবনের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন অভিনেত্রী। 

সম্প্রতি অবকাশযাপনে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমনি। কাজের ব্যস্ততা থেকে বিরতি নিতেই বর্তমানে দেশের বাইরে সময় কাটাচ্ছেন তিনি। পর্দায় ফেরার পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন অভিনেত্রী।

 সেখান থেকেই সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন পরীমনি। সেই ছবিগুলোর ক্যাপশনে একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে পরীমনি লিখেছেন— ‘শীত নাই।’

সেখানে শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন পরীমনি। অভিনেত্রীর পরনে রয়েছে ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, আর চোখে রোদচশমা।  সমুদ্রের নীল জলরাশির পটভূমিতে তার এমন অবতার মুহূর্তেই নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

সামাজিক মাধ্যমে পরীমনির সেই পোস্টের কমেন্টবক্সে নেটিজেনরা তার রূপের বেশ প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন—সবসময়ের মতোই অনন্যা। আরেক নেটিজেন লিখেছেন—আপনার হাসিটাই সব সৌন্দর্য বাড়িয়ে দেয়।

এই বিভাগের আরও খবর