img

মোস্তাফিজুর রহমানের সঙ্গে অন্যায় আচরণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই অভিমত পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমলের। 

আইপিএলে মোস্তাফিজকে খেলতে না দেওয়ার বিসিসিআইয়ের সিদ্ধান্তের জেরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলেছে। তারই জেরে নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে নিজেদের সব ম্যাচ সরিয়ে নিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

চলমান এই সংকটপর্বের মধ্যে সাবেক উইকেটকিপার ও ব্যাটার কামরান এক হাত নিয়েছেন বিসিসিআইকে। কামরানের কথায়, ‘মোস্তাফিজের সঙ্গে বিসিসিআই অন্যায় আচরণ করেছে। আইপিএল থেকে তাকে বাদ দেওয়াটা ভারতীয় বোর্ডের ঠিক হয়নি। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক ধরে না রাখলে আপনি সামনে এগোতে পারবেন না।’ 

তারও একই প্রশ্ন, ‘ভারত যদি একজন মোস্তাফিজের নিরাপত্তা দিতে না পারে, তাহলে গোটা বাংলাদেশ দলকে নিরাপদ রাখবে কীভাবে?’ 

পাকিস্তান দলের সঙ্গেও ভারত একই আচরণ করেছে, বলেন আকমল। এ ব্যাপারে তিনি আইসিসিকে নিরপেক্ষ ভূমিকা পালনে আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর