লাস্যময়ী জাহ্নবী এবার যে পোশাকে ধরা দিলেন
প্রতি বছরই বাজারে নতুন কিছু ফ্যাশন ট্রেন্ড আসে। আর তা আসে বিনোদন দুনিয়ার তারকাদের হাত ধরেই। সে তালিকায় রয়েছেন নতুন প্রজন্মের বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ঐতিহ্যের কথা মাথায় রেখেই বেশিরভাগ সময় সেজে উঠতে ভালোবাসেন তিনি। বেশিরভাগ ক্ষেত্রেই অভিনেত্রী সেজে উঠেন ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রা, রিয়া কাপুর ও জয়ন্তী রেড্ডির মতো বানানো পোশাকে।
২০২৫ সাল ধরেই ফ্যাশনের এমন বহু নতুন সংজ্ঞা তৈরি করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। তবে শুধু ভারতীয় পোশাকেই নয়, একই সঙ্গে পশ্চিমা ধারার পোশাকেও তিনি অনন্যা। কখনো গোলাপি ফ্লোরাল পোশাক, আবার কখনো পোলকা ডটের লং ড্রেস। এক্কেবারে বোল্ড লুকে ধরা দেন জাহ্নবী কাপুর। স্পষ্ট তার বক্ষ বিভাজিকাও। এককথায় লাস্যময়ী অভিনেত্রী।
এর মধ্যে একটি হলো জাহ্নবীর দুই লুক। সাদা ও সি-গ্রিন অফশোল্ডার, স্লিট কাট লং ড্রেসে অভিনেত্রী কার্যতই মোহময়ী। তার রূপের ছটা ভক্ত-অনুরাগীদের মন জয় করে নেন বরাবর। একই সঙ্গে লং পোলকি ডটের পোশাকেও অনন্যা জাহ্নবী কাপুর। মানানসই মেকআপ, হেয়ারস্টাইল ও মিনিমাল গহনায় দারুণ দেখতে অভিনেত্রী। আর কানের মঞ্চেই হোক কিংবা পারিবারিক অনুষ্ঠান কিংবা ইন্ডাস্ট্রির কারও বিয়ের অনুষ্ঠান— নানা ধরনের শাড়ি, লেহেঙ্গা কিংবা ঘাগরা-চোলিতে একেক সময় একেক রূপে ধরা দিয়েছেন জাহ্নবী।
সাদা ও গোলাপি পুতি ও বিডসের কাজ করা নুডল স্ট্র্যাপ ব্লাউজ, লেহেঙ্গা ও ক্রুশের কাজ করা ওড়নাতে অনন্যা জাহ্নবী। একইভাবে বন্ধগলা ব্লাউজ, ভেলভেটের শাড়ি। জমকালো-ভারি গহনা, টেনে বেঁধে হাত খোঁপায় এ যেন জাহ্নবীর এক অন্য রূপ। নিজের পোশাকে দেশীয় কারুকাজ ফুটিয়ে তোলা অভিনেত্রীর মোডাল সিল্কের এই ব্লাউজ ও স্কার্টে ফ্যাশনের এক নতুন দিক দেখিয়েছেন শ্রীদেবীকন্যা। সঙ্গে নিয়েছেন সূক্ষ্ণ কাজের মানানসই শাল।
আর ঠিক সেভাবেই তাকে দেখতে অপরূপা লাগে ২০২৫ সালে তার এই লুকে। গোলাপি রঙের পোশাকে যেন এক অন্যরকমভাবে ধরা দেন জাহ্নবী। পিচ গোলাপি রঙের লেহেঙ্গা, ব্লাউজ আর নেটের ওড়নায় সাদা সুতার কাজ করা পোশাকে অভিনেত্রী যেন অপরূপা। অন্যদিকে সাদা রঙের ওয়েস্টার্ন পোশাকেও তাকে একইভাবে দেখতে লাগছে। বছরজুড়েই এ রকম নানা পোশাকে ফ্যাশনিস্তা হয়ে উঠেছেন শ্রীদেবীকন্যা।

