img

আজ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিন। আজ প্রধান প্রধান ভেন্যুতে যেসব সিনেমা দেখা যাবে। এর মধ্যে জাতীয় জাদুঘর মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় ফাবুলা (জার্মানি, পোল্যান্ড ও নেদারল্যান্ডস) সিনেমা দেখা যাবে। দুপুর ১টায় স্পিনা (পানামা, যুক্তরাষ্ট্র), বেলা ৩টায় দ্য শোর অব লাইফ (চীন), বিকাল ৫টায় ধামের গান (বাংলাদেশ) এবং সন্ধ্যা ৭টায় আগন্তুক (বাংলাদেশ) সিনেমা দেখা যাবে।

অন্যদিকে শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটরিয়ামে সকাল সাড়ে ১০টায় দেখা যাবে ওয়াটার ক্যান গো এনিহয়ার (চীন) সিনেমা। দুপুর ১টায় বার্নিং (কাজাখস্তান), বেলা ৩টায় দ্য লেটার (রাশিয়া) এবং বিকাল ৫টায় থ্রি ওয়েডিং অ্যান্ড ওয়ান এসকেপ (রিপাবলিক অব আবখাজিয়া ও রাশিয়া) সিনেমা দেখা যাবে।

এদিকে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় দেখা যাবে দ্য বার্ডস (পর্তুগাল)। দুপুর ১টায় ফ্রম স্ক্র্যাচ(রাশিয়া), বেলা ৩টায় দ্য হুইলবারো (ইতালি, সুইডেন ও যুক্তরাজ্য), বিকাল ৫টায় দ্য গার্ডিয়ান অব স্টোরিজ (ইতালি, স্পেন ও লাওস) এবং সন্ধ্যা ৭টায় রিপাবলিক অব পিলিপিনাস (ফিলিপাইন) সিনেমা দেখা যাবে। 

 আর আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় সকাল সাড়ে ১০টায় রিপাবলিক অব পিলিপিনাস (ফিলিপাইন) সিনেমা দেখা যাবে। দুপুর আড়াইটায় দ্য হাজব্যান্ড (ইরান) এবং বিকাল ৪টায় ইন্দাস ইকোস (পাকিস্তান) সিনেমা দেখা যাবে। এ ছাড়া স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে বেলা ১১টায় মাই ফাদারস সন (চীন) এবং দুপুর ১টায় অ্যাবাউট মাই মম (তুরস্ক) সিনেমা দেখা যাবে।

এই বিভাগের আরও খবর