কে এই রিয়ালের নতুন কোচ আরবেলোয়া?
আলভারো আরবেলোয়া, রিয়াল মাদ্রিদ তাদের ঘরের ছেলে হিসেবেই তাকে মর্যাদা দেয়। জাবি আলোনসো চাকরি হারানোর পর স্প্যানিশ জায়ান্ট এই ক্লাবের নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আরবেলোয়া। ফ্লোরেন্তিনো পেরেজ তার হাতে রয়্যাল ক্লাবটির দায়িত্ব তুলে দিয়েছেন। আলোনসোকে বরখাস্ত করার পর সোমবার (১২ জানুয়ারি) নতুন কোচ হিসেবে আরবেলোয়াকে নিয়োগ দেওয়া হয়।
২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ২৩৮ ম্যাচ খেলেন আরবেলোয়া। এই সময়ে তিনি দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা জেতেন। জাতীয় দলে স্পেনের হয়ে ৫৬ ম্যাচে অংশগ্রহণ করেন, এবং ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন।
খেলা ছাড়ার পর কোচিংয়ে মনোযোগ দেন আরবেলোয়া। সবশেষ রিয়ালের যুব দল কাস্তিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এখন তিনি মূল দলের কোচ হিসেবেই দায়িত্ব পেলেন।
রিয়াল মাদ্রিদে সাবেক ফুটবলার জাবি আলোনসোকে ডুবতে থাকা দলকে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছিল। শুরুর দিকে কিছু আশা তৈরি হলেও, ধীরে ধীরে সেই আশা ম্লান হতে থাকে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে আলোনসোর সামনে ছিল বিশাল চ্যালেঞ্জ, সেই পরীক্ষায় তিনি ব্যর্থ হন। এর পরেই আলোনসোকে বরখাস্ত করা হয়। রিয়াল মাদ্রিদে তার সাত মাসের কোচিং ক্যারিয়ার শেষ হয়।
গত জুনে রিয়ালের দায়িত্ব নেওয়া আলোনসো ৩৪টি ম্যাচে ২৪টি জয় ও ৪টি ড্রয়ের বিপরীতে ৬টি হারে ছিলেন।

