যদি তুমি কান্না কর, তবে আমিও কান্না করব: রিয়া
প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা হিসেবে পরিচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী তার জীবনের অন্যতম বেদনাদায়ক অধ্যায় নিয়ে আবারও কথা বলেছেন। সুশান্তের মৃত্যুর পর ২০২০ সালে তাকে যে অস্থিরতা, মানসিক যন্ত্রণা ও সামাজিকভাবে হেয় হতে হয়েছিল, সেই অভিজ্ঞতার কথা উঠে এসেছে তার ‘পডকাস্ট চ্যাপ্টার টু’র ফাইনাল সিজনের প্রকাশিত নতুন একটি টিজারে।
টিজারটিতে রিয়াকে তার ঘনিষ্ঠ বন্ধু শিবানী দান্ডেকর, অনুষা দান্ডেকর, অনিশা জৈন এবং সমীক্ষা শেঠির সঙ্গে গভীর ব্যক্তিগত কথোপকথনে দেখা যায়। আবেগঘন সুরে শুরু হওয়া ওই ভিডিওটিতে অনুষা দান্ডেকর সেই সময়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তখন রিয়াকে তাকে ধরে সান্ত্বনা দিতে দেখা যায়। রিয়াকে বলতে শোনা যায়, ‘যদি তুমি কান্না কর, তবে আমিও কান্না করব।’ মূলত টিজারের এই অংশই পর্বটির মূল ভাবনা হিসেবে উঠে এসেছে যেখানে শোক, সংগ্রাম এবং আপন বোনের মতো বন্ধনের গল্প বলা হয়েছে।
২০২০ সালের সেই অস্থির সময়ের কথা স্মরণ করে রিয়া বলেন, ওই বছরটি তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। তিনি জানান, কিভাবে এই নারীরাই তার দুঃসময়ের বড় ভরসা হয়ে উঠেছিলেন। রিয়া বলেন, ‘২০২০ সালটা আমার জীবনের একটা কঠিন সময় ছিল। আমার বাবা যেমন বলেন, যদি এই মেয়েগুলো না থাকত, তাহলে আমরা কখনোই টিকে থাকতে পারতাম না। এখন আমাদের ঘরে মন্দিরের দরকার নেই, আমাদের এই মেয়েগুলোর ছবি দরকার।’
ফ্যাশন স্টাইলিস্ট অনিশা জৈনও সেই সময় টিকে থাকার জন্য প্রয়োজনীয় মানসিক দৃঢ়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘২০২০ সালটা অনেক কঠিন ছিল, তখন যা করার দরকার ছিল আমরা করেছি। কিন্তু আমি জানি না সেই সাহস কিভাবে পেয়েছিলাম।’
উল্লেখ্য, ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক সংক্রান্ত মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) রিয়াকে গ্রেফতার করে। তিনি ২৮ দিন বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন, পরে মুম্বাই হাইকোর্ট থেকে জামিন পান। দীর্ঘ তদন্তের পর ২০২৫ সালে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তাদের ক্লোজার রিপোর্ট জমা দেয় এবং রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তী মামলা থেকে অব্যাহতি পান।
বর্তমানে এই অভিনেত্রী ধীরে ধীরে তার ব্যক্তিগত ও পেশাদার জীবন নতুন করে গুছিয়ে নিচ্ছেন। রোডিজ-এ অংশগ্রহণের পাশাপাশি তিনি ‘পডকাস্ট চ্যাপ্টার টু’ নামের একটি অনুষ্ঠান চালু করেছেন যেখানে এ অভিনেত্রী জীবনের ক্ষতি, কলঙ্ক এবং বেঁচে থাকার লড়াইয়ের গল্প তুলে ধরছেন।

