ভাঙলেন নীরবতা, অনুতপ্ত মার্কিন সুপারমডেল কেন্ডাল জেনার
মার্কিন সুপারমডেল কেন্ডাল জেনার। সম্প্রতি অভিনেতা ওয়েন থিয়েল আয়োজিত ‘ইন ইয়োর ড্রিমস’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই সুপারমডেল তার ব্যক্তিগত জীবন ঘিরে দীর্ঘদিনের আলোচিত গুজব নিয়ে খোলামেলা কথা বলেছেন। অনুষ্ঠানের শুরুতে হালকা ও মজার কথা-বার্তা চললেও এক পর্যায়ে সেটা গুরুত্বপূর্ণ আলোচনায় রূপ নেয়। এই পডকাস্টে জেনার তার মুখে প্লাস্টিক সার্জারি করা এবং ব্যক্তিগত নানা বিষয় নিয়ে চলমান জল্পনার জবাব দেন।
প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে কেন্ডাল জেনার স্পষ্টভাবে জানান, তিনি কখনো কোনো বড় ধরনের কসমেটিক সার্জারি করাননি। তিনি বলেন, একমাত্র যে প্রসাধনী পদ্ধতিটি তিনি একবার চেষ্টা করেছিলেন, তা হল কপালে ‘বেবি বোটক্স’। তবে সেই সিদ্ধান্তের জন্য পরে তিনি অনুতপ্ত হন বলেও স্বীকার করেন।
তার এমন মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভক্ত ও সমালোচকরা তার মডেলিং ক্যারিয়ারের শুরুর দিকের ছবির সঙ্গে বর্তমান চেহারার তুলনা করতে শুরু করেন। অনেকেই দাবি করেন, বিশেষ করে তার নাকের গঠনের পরিবর্তন স্বাভাবিক পরিবর্তনের চেয়েও বেশি কিছু ইঙ্গিত দেয়। অন্যদিকে, অনেকে আবার এসব মন্তব্যকে অযৌক্তিক ও অতিরঞ্জিত বলে মনে করেন।
সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না জেনার। এরপরও পডকাস্টে প্লাস্টিক সার্জারি নিয়ে তার এমন স্পষ্ট জবাব ভক্ত-সমালোচকদের মনে কৌতূহল যেন আরও বাড়িয়ে দিয়েছে।

