img

সম্প্রতি দেশের শ্রোতাপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিবাহবিচ্ছেদ নিয়ে শোবিজঅঙ্গণে জোর গুঞ্জন শুরু হয়েছে। মাত্র চার মাসের পরিচয়ের পর গত বছরের ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিয়ের শুরুতে ভক্তদের শুভেচ্ছা ও উচ্ছ্বাসে ভাসলেও বছর না ঘুরতেই তাদের দাম্পত্য জীবনে ভাঙনের আভাস পাওয়া যাচ্ছে।

তাহসান খান নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন প্রকাশ্যে কথা বলতে না চাইলেও বিবাহবার্ষিকী ঘিরে ছড়িয়ে পড়া কিছু ভুয়া খবরের কারণেই বিষয়টি স্পষ্ট করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

তবে বাস্তবে আলাদা থাকলেও রোজা আহমেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনো দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। তার প্রোফাইলের প্রথম পিন করা ছবিটি এখনো তাহসানের সঙ্গে বিয়ের মুহূর্তের ছবি। পাশাপাশি বিয়ের পর দেশ-বিদেশে ঘোরাঘুরির নানা স্মৃতিও আগের মতোই রয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের উপস্থিতি মুছে ফেলার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

এদিকে নেটদুনিয়ায় শিগগিরই তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণার গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো মন্তব্য করেননি তাহসান খান।

উল্লেখ্য, রোজা আহমেদ তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। তিনি একজন পেশাদার মেকআপ আর্টিস্ট এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন। নিউইয়র্কে রয়েছে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান। এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান খান। ২০১৭ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে।

এই বিভাগের আরও খবর