আমার চেহারায় কৃত্রিম কিছু ব্যবহার করিনি: জয়া
বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন ‘জঞ্জির’, ‘অভিমান’ কিংবা ‘গুড্ডি’র মতো অসংখ্য সুপারহিট সিনেমার মাধ্যমে দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় অভিনেত্রী।
তবে পর্দার অভিনয়ের চেয়েও বর্তমানে ব্যক্তিগত জীবনে স্পষ্টভাষী স্বভাবের কারণেই বেশি আলোচনায় থাকেন এ বর্ষীয়ান অভিনেত্রী। সম্প্রতি বার্ধক্য ও রূপচর্চার আধুনিক পদ্ধতি ‘বোটক্স’ ও ‘সার্জারি’ নিয়ে কথা বলেছেন তিনি।
গ্ল্যামার জগতে যখন বয়স ধরে রাখার জন্য কৃত্রিম উপায়ে ছুরি-কাঁচি চালানো বা বোটক্স করানোর হিড়িক পড়েছে, ঠিক তখনই স্রোতের বিপরীতে হাঁটছেন জয়া বচ্চন।
সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমার মুখের প্রতিটি বলিরেখা এবং প্রতিটি ধূসর চুলের জন্য আমি গর্বিত। আমি আমার চেহারায় কখনো কৃত্রিম কিছু ব্যবহার করিনি এবং ভবিষ্যতেও করার কোনো পরিকল্পনা নেই।
জয়া বচ্চন বলেন, আমি মিডিয়ার তৈরি একজন শিল্পী হতে পারি। কিন্তু এই আধুনিক পাপারাজ্জিদের কালচারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মোবাইল হাতে যত্রতত্র ছবি তোলা কিংবা অশালীন পোশাক পরে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো মানেই সাংবাদিকতা নয়।
অভিনেত্রী আরও বলেন, এমন কোনো দিন নেই যেদিন আমি সন্তানদের জন্য গর্ব অনুভব করি না। আমি খুব খুশি যে, আমরা তাদের সঠিক শিক্ষায় বড় করেছি এবং নষ্ট হতে দিইনি।

