img

ঘরে কোনো শাকসবজি কিংবা মাছ-মাংস নেই, তাতে কী? ডিম তো আছে। আবার প্রাতঃরাশের ওমলেট হোক, দুপুরের পোলাও কিংবা রাতের হালকা খাবার— প্রায় প্রতিদিনের মেন্যুতেই রাখা চাই ডিম। প্রোটিন, ভিটামিন আর খনিজে ভরপুর এই খাদ্যকে ‘সুপারফুড’ বললে অত্যুক্তি হয় না। কিন্তু আপনি জানেন কি, কিছু সাধারণ খাবারের সঙ্গে ডিম খাওয়ার অভ্যাসই উল্টোভাবে শরীরের জন্য হয়ে উঠতে পারে মারাত্মক ক্ষতিকর? 

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, কিছু খাবারের সঙ্গে ডিম খেলে তার পুষ্টিগুণ হারিয়ে যায়। এমনকি হজমের গোলযোগ থেকে শুরু করে দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। যেমন দুধ ও আনারস। এই দুই খাবার একসঙ্গে খেলে প্রচুর গ্যাস হয়। ঠিক তেমনই ডিমের সঙ্গেও কিছু কিছু খাবার খেতে নেই। 

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন খাবার ভুলেও ডিমের সঙ্গে খাবেন না—

দুধের সঙ্গে ডিম

অনেকেই প্রশ্ন করতে পারেন, ডিম কি দুধের সঙ্গে খাওয়া উচিত? বিশেষজ্ঞরা বলছেন, ডিম কখনই দুধ এবং পনিরের সঙ্গে খাওয়া উচিত নয়। এ ছাড়া তরমুজের মতো কিছু ফল দিয়ে খাওয়া উচিত নয়।

চায়ের সঙ্গে ডিম 

চায়ের সঙ্গে ডিম—এটি এমন একটি সংমিশ্রণ, যা অনেক মানুষই উপভোগ করে থাকেন। আসলে চায়ের সঙ্গে খেলে এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে, যা আপনার শরীরের আরও মারাত্মক ক্ষতি করতে পারে।

পার্সিমন

টমেটোর মতো দেখতে এ ফলটি অনেক পুষ্টির ভাণ্ডার। কিন্তু ডিমের পর এটি খেলে গ্যাস্ট্রিক অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় এবং শরীরে টক্সিন জমতে পারে।

সয়া মিল্কের সঙ্গে ডিম

সয়া দুধের সঙ্গে ডিম খেলে আপনার শরীরে প্রোটিন শোষণকে বাধা দিতে পারে। আপনি যদি প্রোটিনের জন্য ডিম খান,  তবে আপনার শরীরের জন্য খুব একটা উপযোগী হবে না।

চিনি দিয়ে ডিম

আপনি যদি চিনি দিয়ে ডিম রান্না করে থাকেন, উভয় থেকে নির্গত অ্যামিনো অ্যাসিড আপনার শরীরের জন্য বিষাক্ত হয়ে দাড়াবে। এর ফলে আপনার রক্ত জমাট পর্যন্ত বাধতে পারে। তাই সুস্থ থাকতে ডিমের সঙ্গে কিংবা ডিম খাওয়ার আগে ও পরে এসব খাবার এড়িয়ে চলুন।

 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ