img

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে এক নারী সফটওয়্যার প্রকৌশলীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ। 

৩৪ বছর বয়সি শর্মিলা ডিকে নামের ওই নারীকে হত্যার অভিযোগে কর্ণেল কুরাই নামের ১৮ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। 

তদন্তে জানা গেছে, গত ৩ জানুয়ারি রাতে অভিযুক্ত তরুণ যৌন লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে জানালার ফাঁক দিয়ে শর্মিলার ঘরে প্রবেশ করে। শর্মিলা তাকে বাধা দিলে তাদের মধ্যে তীব্র ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে কর্ণেল তার মুখ ও নাক চেপে ধরলে তিনি গুরুতর জখম হয়ে মারা যান। খবর দ্য হিন্দু’র।

হত্যাকাণ্ডের পর অপরাধের চিহ্ন মুছে ফেলতে কর্ণেল শর্মিলার পোশাক ও অন্যান্য আলামত শোবার ঘরের তোষকের ওপর রেখে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় সে শর্মিলার মোবাইল ফোনটিও চুরি করে নেয়। 

শুরুতে ধারণা করা হয়েছিল যে অগ্নিকাণ্ডের ফলে শ্বাসরোধ হয়ে শর্মিলার মৃত্যু হয়েছে। কিন্তু, পুলিশের নিবিড় তদন্ত ও বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে বেরিয়ে আসে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 

বর্তমানে অভিযুক্ত তরুণের বিরুদ্ধে খুন ও তথ্যপ্রমাণ ধ্বংসের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, পুলিশ এই অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এই বিভাগের আরও খবর