মান্না ও জামায়াতের দুজনসহ ৫৮ জন ফিরে পেলেন প্রার্থিতা
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও জামায়াতে ইসলামীর দুজনসহ মোট ৫৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানির দ্বিতীয় দিনে এসব প্রার্থীর প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়।
এ নিয়ে গত দুদিনে ১০৯ জন নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় ফিরে এলেন। দ্বিতীয় দিনে স্বতন্ত্র ১০ জন, খেলাফত মজলিসের আটজন, জাতীয় পার্টির ছয়জন, গণঅধিকার পরিষদের (জিওপি) ছয়জন এবং ইসলামী আন্দোলনের দুজনের আপিল আবেদন মঞ্জুর করে ইসি।
নির্বাচন কমিশন রোববার মোট ৭১টি আপিল আবেদনের ওপর শুনানি করে। এর মধ্যে ৫৮টি মঞ্জুর, সাতটি আবেদন নামঞ্জুর ও ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। শুনানিতে বগুড়া-২ আসনের নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। জামায়াতে ইসলামীর চাঁদপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মুবিন ও জামালপুর-৩ আসনের প্রার্থী মো. মজিবুর রহমান আজাদীর আপিল মঞ্জুর করেছে ইসি। ফলে এ নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা নেই। তবে যশোর-২ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদের আপিল আবেদনের ওপর শুনানি হলেও সিদ্ধান্ত না দিয়ে অপেক্ষমাণ রাখা হয়েছে। এ আবেদনের ওপর ১৬ জানুয়ারি আবারও শুনানি হবে।
অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে এবি পার্টির একজন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের তিন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র এক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের চারজন, জনতার দলের তিনজন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একজন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির দুজন করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় ১৮৪২ জনের। মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এসব আপিল আবেদন আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি করবে ইসি।
স্বতন্ত্র যেসব প্রার্থী নির্বাচনে ফিরেছেন তারা হলেন-বগুড়া-২ রেজাউল করিম তালু, রাঙামাটিতে পহেল চাকমা, সাতক্ষীরা-৩ শহীদুল আলম, জামালপুর-৩ সাদিকুর রহমান, ঝালকাঠি-২ নুরুদ্দীন সরদার, নীলফামারী-৪ রিয়াদ আরফান সরকার, যশোর-২ জহুরুল ইসলাম, হবিগঞ্জ-৪ মিজানুর রহমান চৌধুরী, নড়াইল-১ এসএম সাজ্জাদ হোসেন ও মুন্সীগঞ্জ-৩ আসনে মো. মহিউদ্দিন।
জাতীয় পার্টির ছয়জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। তারা হলেন-বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, কুমিল্লা-১ ইফতেখার আহসান, যশোর-৪ জহরুল হক, যশোর-৫ এম এ হালিম, যশোর-৬ জিএম হাসান ও রাজশাহী-৬ ইকবাল হোসেন।
খেলাফত মজলিসের বৈধ হওয়া প্রার্থীরা হলেন-গাজীপুর-২ আসনের খন্দকার রুহুল আমিন, টাঙ্গাইল-৫ হাসনাত আল আমীন, টাঙ্গাইল-৮ শহীদুল ইসলাম, টাঙ্গাইল-৭ মোহাম্মদ আবু তাহের, গাইবান্ধা-২ এ কে এম গোলাম আযম, ফেনী-৩ মোহাম্মদ আলী, জয়পুরহাট-১ আনোয়ার হোসেন ও সুনামগঞ্জ-১ আসনের হাজী মুখলেছুর রহমান। এবি পার্টির জয়পুরহাট-১ আসনের সুলতান মোহাম্মদ শামছুজ্জামান ও জয়পুরহাট-২ আসনের এসএ জাহিদও প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যান্য দলের মধ্যে কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির আতিকুর রহমান, কুমিল্লা-৬ আসনের বাসদের প্রার্থী কামরুন্নাহার সাথী, ঢাকা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলাম, কুমিল্লা-৮ আসনে বাসদের আলী আশ্রাফ, নেত্রকোনা-১ আসনে জেএসডির বেলাল হোসেন, হবিগঞ্জ-৩ আসনে মুক্তিজোটের শাহিনুর রহমান ও নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের (জিওপি) নূরুল ইসলামের আপিল আবেদন মঞ্জুর হয়েছে।
এছাড়াও প্রার্থিতা ফিরে পেয়েছেন হবিগঞ্জ-৪ আসনের মুক্তিজোটের প্রার্থী রাশেদুল ইসলাম খোকন, লক্ষ্মীপুর-২ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির ফরহাদ মিয়া, লক্ষ্মীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের আবুল বাশার, চাঁদপুর-১ আসনে গণঅধিকার পরিষদের এনায়েত হোসেন, মাদারীপুর-৩ বাসদের আমিনুল ইসলাম, ঢাকা-৮ আসনে জনতার দলের গোলাম সরোয়ার ও ঢাকা-১০ আসনে একই দলের জাকির হোসেন, নারায়ণগঞ্জ-৪ বাংলাদেশ সুপ্রিম পার্টির সেলিম আহমেদ, চাঁদপুর-২ রিপাবলিকান পার্টির ফয়জুননুর, নারায়ণগঞ্জ-৪ গণঅধিকার পরিষদের আরিফ ভূঁইয়া ও নারায়ণগঞ্জ-৫ একই দলের নাহিদ হোসেন, টাঙ্গাইল-৮ আম জনতার দলের আলমগীর হোসেন, বগুড়া-৬ ইসলামী আন্দোলন বাংলাদেশের মামুনুর রশীদ, সিরাজগঞ্জ-১ নাগরিক ঐক্যের নাজমুস সাকিব, ঢাকা-১৮ ন্যাশনাল পিপলস পার্টির সাবিনা জাবেদ, ঝালকাঠি-১ গণঅধিকার পরিষদের শাহাদৎ হোসেন, ঢাকা-১৫ সুপ্রিম পার্টির মোবারক হোসেন, ঢাকা-১৮ লিবারেল ডেমোক্রেটিক পার্টির মফিজুল ইসলাম, ঢাকা-৭ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মাকসুদুর রহমান, বগুড়া-৫ এলডিপির খান কুদরদ ই সাকলায়েন, গাইবান্ধা-৩ জনতার দলের মঞ্জুরুল হক ও মাগুরা-১ আসনে গণফোরাম প্রার্থী মিজানুর রহমান।
আপিল শুনানিতে সাতজনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। অর্থাৎ তাদের প্রার্থিতা বাতিলই থাকছে। তারা হলেন-ফরিদপুর-৩ মোরশেদুল ইসলাম আসিফ, রাজশাহী-৩ হাবিবা বেগম, শেরপুর-১ ইলিয়াছ উদ্দিন, ভোলা-২ তাছলিমা বেগম, রংপুর-৪ জয়নুল আবেদিন, খুলনা-৪ এসএম আজমল হোসেন ও ময়মনসিংহ-৯ আসনের শামসুল ইসলাম।
আপিল আবেদন অপেক্ষমাণ থাকা ছয়জন প্রার্থীরা-ভোলা-২ স্বতন্ত্র মহিবুল্যাহ খোকন, ফরিদপুর-৪ স্বতন্ত্র আবদুল কাদের মিয়া, রাজশাহী-৫ স্বতন্ত্র রায়হান কাওসার, ময়মনসিংহ-৪ ন্যাশনাল পিপলস পার্টির হামিদুল ইসলাম, খুলনা-১ স্বতন্ত্র গোবিন্দ হালদার ও যশোর-২ জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ।

