img

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির আশা, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের বাইরে অন্য কোনো দেশে খেলবে বাংলাদেশ। সেটি হতে পারে শ্রীলংকা। তা না হলে গ্রুপপর্বের চার প্রতিপক্ষকে ‘ওয়াকওভার’ দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। সব ঠিক থাকলে সোমবারের মধ্যে আইসিসি থেকে চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে বলে ধারণা করছে বিসিবি। কাল সারা দিন ই-মেইলে আইসিসির জবাবের অপেক্ষায় ছিল বোর্ড। কিন্তু উত্তর আসেনি।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা কেন্দ্র করে ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় অবস্থানে বাংলাদেশ। সেই হিসাবে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। আইসিসি এখনো বিসিবির ভেন্যু বদলের আবেদনের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও বাস্তবতা বলছে, বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক যুগান্তরকে বলেন, ‘এই অবস্থায় আমাদের আশা নিয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই বলে যে আমরা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছি, তা-ও নয়। আইসিসি আমাদের বিষয়টি নিয়ে হয়তো ইতিবাচক সিদ্ধান্ত নেবে। আমাদের খেলার সুযোগ করে দেবে নিশ্চয়ই।’

বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ড এখনো আশা ছাড়ছে না। যদি কোনোভাবে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরানো হয়, তাহলে বাংলাদেশের খেলা নিয়ে সংশয় থাকবে না। অন্যথায় নিয়ম অনুযায়ী ওয়াকওভার দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতে পারে টাইগারদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইটরাইডার্স থেকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বলে মনে করছে বিসিবি। বোর্ডের মতে, বিষয়টি শুধু একজন ক্রিকেটারের নয়, বরং দেশের ক্রিকেট ও জাতীয় মর্যাদার সঙ্গেও জড়িত। সেই কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে কোনো আপসের অবস্থানে নেই বিসিবি।

এদিকে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে আরও ভেবেচিন্তে বিসিবির সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এই বক্তব্যের পর বিসিবির এক পরিচালক তামিমকে ভারতের দালাল বলে আখ্যায়িত করেন। এর প্রতিবাদে ফুঁসে উঠেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ওই পরিচালককে তামিমের কাছে ক্ষমা চাইতে বলেছে। তবে পরিচালক নাজমুল ইসলাম স্পষ্ট বলেছেন ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। সব মিলিয়ে মোস্তাফিজ ইস্যু, বিসিবির কঠোর অবস্থান এবং আইসিসির অপেক্ষমাণ সিদ্ধান্ত-এই তিনের সমীকরণে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা এখন অনিশ্চয়তার অন্ধকারে।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে বাংলাদেশের অস্বীকৃতি চিন্তায় ফেলে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি)। সমাধানসূত্র খুঁজে বের করতে আজ আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক জরুরি সভায় বসবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে। এই খবর দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এত সহজে সমস্যার সমাধান হবে বলে মনে হয় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্তে অনড়। এরই মধ্যে বাংলাদেশের সব ম্যাচের ভেন্যু ভারত থেকে সরানোর জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলংকা।

এই বিভাগের আরও খবর